আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্খচিল

একজন আদর্শ শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।

সাগরের তীর ঘেষে যেথায় প্রবালের গায়ে বিকেলের রোদ পরে, উড়ে শঙ্খচিল- ডানা রোদে ঝিলমিল নিশ্চুপ গগন তলে মেঘ যেথা উড়ে। তার ধারে... কোন এক কুমারী ঝর্ণার ছল্ ছল্ জমে থাকা সে জল গাঢ় নিটোল হঠাৎ কোনো অচীন বৃক্ষের মরা পাতার পতনে ওঠে ঢেউ যেন মৃদু কল-কল্লোল। রোদ মুছে যায়- তবু অস্তগামী সে সূর্যের মতো সবই এক সময় ফেলে রেখে কিছু স্মৃতি দুরে চলে যায় তবু সে পিছুটান- ভেবে বাড়ে অভিমান বলেনি সে দাড়িয়ে পাশে- 'ভালবাসি তোমায়'। আমি সব দেখে সব ভুলে ফিরে চলে যাই আনমনে উদাস হয়ে আকাশের পানে তাকাই; দেখি- দুরে উড়ে শঙ্খচিল করে সীমা লঙ্ঘন আকাশের নাগাল তবু পায়না সে আজীবন আমি স্মৃতি করে মন্থন- বসে ভাবি কিছুক্ষন হায় ইশ্বর- এটাই জীবন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।