যদি হই চোরকাঁটা তোর শাড়ীর মাঝে........
কোম্পানী নিয়ম ও শর্তাবলী
নিম্নলিখিত শর্তসমূহ ও নিয়ম কানুন সকল স্টাফ সদস্যদের মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে
১. বাসস্থান ও অন্যান্য সুবিধাসমূহ কোম্পানী বরাদ্দ করবে। সকল স্টাফ সদস্যদেরকে বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
যেহেতু মালদ্বীপের দ্বীপসমূহ পরিবহন ব্যবস্থা অনিয়মিত,সময়মত মালামাল না আসায় বাসস্থানের স্বল্পতা হতে পারে, এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা করার অনুরোধ করা হচ্ছে। মনে রাখতে হবে যে কর্তৃপক্ষও একই সমস্যার সম্মুখীন।
২. শুক্রবার এবং মালদ্বীপ সরকার ঘোষিত ছুটি ছাড়া বাকী সব দিন কার্যদিবস হিসেবে গন্য করা হবে।
সময়সূচী: সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত খাবারের বিরতি।
ছুটির দিনে কোন স্টাফকে কাজ করতে হলে কর্তৃপক্ষ তাকে আগাম জানিয়ে রাখবে।
৩. কোম্পানী প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় চা পরিবেশন করবে। চা পানের সময় সকল স্টাফ সদস্যদেরকে বাসস্থানে আসতে বলা হচ্ছে।
৪. খাবারের সময়সূচী:
সকালের নাস্তা : ৬.০০ থেকে ৬.৪৫ ঘটিকা
দুপুরের খাবার : ১২.০০ থেকে ১.০০ ঘটিকা
রাতের খাবার : ৬.৩০ থেকে ১.০০ ঘটিকা
যারা রাত ১০.০০টা বা তার পরেও কাজ করবে, তাদের খাবার জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ করা হবে।
৫. সকল স্টাফ সদস্যদেরকে রাত ৮টার মধ্যে বাসস্থানে ফিরতে বলা হচ্ছে। ৮টার পর বাসস্থানের বাইরে থাকতে হলে অফিস কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।
সকল স্টাফ সদস্যদেরকে সবসময় সদাচরণ করবার এবং সহকর্মীদের সাথে সহযোগিতা ও বন্ধুসুলভ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
ওয়ার্কিং ডে তে কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোন ষ্টাফ সদস্য ডরমিটরীতে অবস্থান করতে পারবে না।
৬. সকল স্টাফ সদস্যদেরকে অবস্থানরত দেশের সংস্কৃতি ও নিয়মকানুন এবং রীতিনীতির প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন এবং সেগুলো মেনে চলতে বলা হচ্ছে। মালদ্বীপে অবস্থানকালীন কোন স্টাফ সদস্যকেই কারও সাথে কোনরূপ সম্পর্কে জড়িয়ে পরা উচিৎ হবে না। কোন ধরনের বিব্রতকর পরিস্থিতির অবতারণা হলে কোম্পানী দায়বদ্ধ থাকবে না। অবস্থানরত দেশের আইনই সবচেয়ে উপরে বিবেচিত হবে।
৭. কোন স্টাফ সদস্য অসুস্থ হলে, প্রশাসনিক প্রধানকে জানাতে হবে।
তিনি এবং উপযুক্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবেন। বৈধ মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া কোন স্টাফ সদস্যকে ডরমিটরীতে থাকার অনুমতি দেয়া হবে না। এ ব্যাপারে অন্যথা হলে ঐ স্টাফ সদস্যের বিরূদ্ধে নিয়মভংগের দরুন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
যেহেতু কোম্পানী প্রদত্ত মেডিক্যাল সুবিধাসমূহ সীমিত, অতিরিক্ত মেডিক্যাল খরচাবলী ওই স্টাফ সদস্যকে বহন করতে হবে।
৮. সকল স্টাফ সদস্যদেরকে প্রতিদিন সকাল ৬.৫৫ঘটিকায় প্রাত্যহিক কর্মসূচী সম্মেলনে অংশগ্রহন করতে হবে।
সবাইকে কোম্পানী প্রদত্ত পরিচয়পত্র বহনএবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করতে বলা হচ্ছে। যদি কেউ উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন না করে, কোন অনাকাংক্ষিত দূর্ঘটনার জন্য কোম্পানী দায়বদ্ধ থাকবে না।
৯. দৈনিক কাজের জন্য প্রয়োজনীয় সকল সরন্জামাদি প্রতিদিন কোম্পানী স্টোর থেকে সংগ্রহ করতে হবে এবং কাজ শেষে তা ফিরিয়ে দিতে হবে। কোন যন্ত্র বা সরন্জাম হারানো গেলে তার ব্যয়ভার ঐ স্টাফ সদস্যকে বহন করতে হবে
১০. স্টাফ সদস্যরা একই দলভুক্ত হয়ে কাজ করবে যারা বিভিন্ন সংস্কৃতির ধারক এবং বিভিন্ন দেশের নাগরিক। অনুগ্রহ করে কাউকে কোনরূপ ব্যক্তিগত সম্পর্কে জড়িত হতে নিরুৎসাহিত করা হচ্ছে।
১১. মালদ্বীপের অতিরিক্ত গরম এবং চোখ ধাঁধানো রোদের মাঝে সহজে কাজ করার জন্য স্টাফ সদস্যদের ব্যক্তিগত পরিচ্ছদ এবং সানগ্লাস ব্যবহার করতে বলা হচ্ছে ।
১২. সকল স্টাফ সদস্যদেরকে কেবলমাত্র নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ, গোসল ও ইত্যাদি দৈনন্দিন কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
১৩. সকল স্টাফ সদস্যদেরকে অন্তত ১০মাসের জন্য তাদের ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্রের (কাপড়, তোয়ালে, সাবান, ব্রাশ ইত্যাদি) ব্যবস্থা করার অনুরোধ করা হচ্ছে। কেউ যদি দীর্ঘমেয়াদী ওষুধ সেবন করে তাহলে তাকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধপত্রের ব্যবস্থা করতে বলা হচ্ছে।
১৪. ডরমিটরীতে এবং কাজের সময় মদ্যপান সম্পূর্ণরুপে নিষিদ্ধ।
এ ব্যাপারে স্থানীয় সরকারও যথেষ্ঠ কঠোর। কোন স্টাফ সদস্য এ ব্যাপারে অভিযুক্ত হলে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হলে কোম্পানী কোনভাবেই দায়বদ্ধ থাকবে না।
১৫. সমুদ্রে সাঁতার কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
১৬. সকল স্টাফ সদস্যদেরকে উপরেল্লিখিত নিয়মাবলী শ্রদ্ধার সাথে মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় কোম্পানী নিয়মভংগকারী স্টাফ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে এবং সংশ্লিষ্ট দিনের বেতন-ভাতা কাটতে বাধ্য থাকবে।
উপরে বর্ণিত নিয়মাবলী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে।
*আগ্রহীদের ২কপি ছবি ও বায়োডাটাসহ সত্ত্বর যোগাযোগ করতে বলা হচ্ছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।