চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!
অনেকদিন থেকে ব্লগে কিছু লিখি না। কেমন জানি লিখতে অলসতা এসে গেছে। এখন কি নিয়ে যে ব্যস্ত থাকি তাই মাঝে মাঝে ভুলে যাই। ব্লগে যখন নতুন এসেছিলাম তখন একধরনের একটা ঝোক ছিল। তারপর ধীরে ধীরে পুরাতন হয়ে গেলাম।
আমার ঝোক কমতে থাকল। এখন অবশ্য বাংলা ইউকিতে কিছু কাজ করছি। সেটাও একটা কারন হতে পারে। তবে আসল কারন হয়ত নীচের গুলো।
আমি যেমন ব্লগে এসেছিলাম সেই পরিবেশটা আর পাইনা।
ব্লগ শুধু তারাই ব্যবহার করতে পারে যারা ইন্টারনেট ব্যবহার করে এবং আমার ধারনা বাংলাদেশে এখনও সর্বোচ্চ আধুনিক ও শিক্ষিত লোকরাই এই সুবিধাটা গ্রহন করে। তাদের কাছ থেকে আমি যখন এমন কিছু লেখা পড়ি যা হয়তো টোকাইরাও বলে না। এমন সব বাক্য, যা মুখে উচ্চারন করতে লজ্জা হয়। তখন আর ভাল লাগেনা। মাঝখানে এমন অবস্থা হল যে কে ছাগু আর কে নয় এই নিয়ে বিরাট বিতর্ক।
তখন আপনি কোন মন্তব্য করলেই আপনে ফেলে দেয়া হত কোন না কোন দলে। আমি সত্যিই অবাক হতাম। ভীষন খারাপ লাগত আমার ভাল লাগার ব্লগটার কি অবস্থা!!!
লেখা, পড়া এবং মন্তব্য করার ক্ষেত্রে আরও বিস্মিত হই। কেউ হয়ত অনেক সুন্দর একটা কবিতা লিখেছে, অথবা ভাল একটা গল্প-কাহিনী কিন্তু কোন মন্তব্য নাই। লেখকরা শুধু যে মন্তব্য পাবার জন্যই লেখে তা নয় কিন্তু তারপরও আমাদের মনে হয় ভালকিছু কে উৎসাহিত করা উচিত।
অথচ আমরা মন্তব্য করছি ১৮+ লেখা কোন পোষ্টে যার ভিতরে হয়তো কোন লেখাই নেই শুধু ইমোটিকোন। আমরা সবাইকে আরও উৎসাহিত করছি প্রতি পোষ্টে বন্ধনীর ভিতর আঠারো প্লাস (১৮+)লেখার জন্য যেন হিট বাড়ে, প্লাস মাইনাস বাড়ে।
আস্তিকতা/নাস্তিকতা বিষয়টি আরও মর্মান্তিক । বাংলাদেশে এখনও এমন একটি দেশ হয়ে উঠেনি যেখানে আপনি সবার বিশ্বাসকে আমর্যাদা করতে পারেন মত প্রকাশের স্বাধীনতার নামে। যারা এসব বিশ্বাস করেন না তাদের হয়ত লজিক আছে কিন্তু এইভাবে ব্লগে প্রকাশ করে নয়।
আমি আমার ধারনার কথা বলছি তাতে কারও সমস্যা হচ্ছে এটা হয়ত স্বাধীনতা নয়। এব্যপারটিও আমাকে পীড়া দিয়েছে। তাই মাঝখানে ব্লগে আসতাম না কি জানি কি দেখতে হয় এই ভয়ে ।
সকল প্রকার লেখাই ব্লগে আসতে পারে। কারন এটা ব্লগ কিন্তু সমস্যা তখনই হয় যখন অপ্রত্যাশিত বিষয়গুলো বারবার আসে।
সবাই সবার নিজের কথা বলতেই ব্লগে আসে কিন্তু তারপরও কি আপনাদের মনে হয় না কিছু কিছু লেখা আসলেই বিরক্তিকর?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।