উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভাইরাস বা স্পাইওয়্যার আক্রান্ত হলে সাধারনত রেজিস্ট্রি এডিটর,এমএস কনফিগার,টাস্ক ম্যানেজার এই তিনটি গুরুত্বপূর্ণ ইউটিলিটিকে অকেজো করে দেয়।তাই আপনি যদি উইন্ডোজের সিস্টেম ফোল্ডারের পরিবর্তে অন্য জায়গায় রেখে এই তিনটি ইউটিলিটি ব্যবহার করেন তাহলে এ সমস্যা অনেকটাই দুর হবে।এজন্য আপনার লাগবে xp EmergencyUtils নামের একটি প্রোগ্রাম।মাত্র ১১ কিলোবাইটের এই প্রোগ্রামটি এখান থেকে নামিয়ে নিন।এখন জিপ ফাইলটি আনজিপ করুন।এখন xp EmergencyUtils প্রোগ্রামে দুই ক্লীক দিন এবং Create Copies অপশনে ক্লীক করুন।এখন সি ড্রাইভে গিয়ে দেখুন EmergencyUtils নামের একটি ফোল্ডার তৈরী হয়ে গিয়েছে,এই ফোল্ডারের ভেতরে Copy_of_Taskmgr.exe, Copy_of_MSConfig.exe, Copy_of_Regedit.com নামে রেজিস্ট্রি এডিটর,এমএস কনফিগ ও টাস্ক ম্যানেজারের ব্যাকআপ কপি তৈরী হয়েছে। এই ইউটিলিটি প্রোগামগুলো আপনি উইন্ডোজের মুল প্রোগ্রামের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।