আমাদের কথা খুঁজে নিন

   

আমারদেশ সম্পাদক, এতটুকু ধন্যবাদ তো আপনার প্রাপ্য !

সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! জনাব মাহমুদুর রহমান, সালাম নিবেন। আমি আপনার ভক্ত ছিলাম অনেকদিন, বিশেষ করে আপনার যুক্তির। সম্ভবত আপনার শত্রুও আপনার যুক্তিবাদের প্রশংসা করবে। আমি কেবল আপনার যুক্তিবাদের ভক্ত । কিন্তু শাহবাগ আন্দোলনে তরুনদের অংশগ্রহন নিয়ে আপনার কিছু সার্বজনীন বক্তব্য আমাকে হতবাক করেছে।

ব্লগের কিছু উন্মাদ ধর্মকে নিয়ে তাঁদের মতামত লিখেছে। আমাদের অনেকের কাছে কোনভাবেই তাঁদের এসব বক্তব্য গ্রহনযোগ্য নয়। ব্লগে আমরা বিভিন্ন সময়ে এর তীব্র প্রতিবাদও জানিয়েছি। কিন্তু আপনি যেভাবে হেডলাইন করলেন, "নাস্তিক ব্লগার চক্র" - এবং যেভাবে লিখলেন; মনে হয়েছে আমরা যারা সাধারন ব্লগার (৯৯%) তারাও এই নাস্তিকতা ছড়াচ্ছি। ধন্যবাদ প্রসঙ্গঃ এটি সত্য যে আপনি সফলতার সাথে বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দিতে পেরেছেন।

একজন মুসলমান হয়েও, ব্লগার হিসেবে আমার নিরাপত্তা আজ বিঘ্নিত। কারন রাষ্ট্র তো আর আমার নিরাপত্তা দেবেনা, আসিফ মহিউদ্দিন-দের দেবে। আমি চাইও না। আপনাকে এজন্য ধন্যবাদ দেবো যে গত দুদিন ধরে আপনি আপনার লেখায় এ কথাটি স্বীকার করেছেন যে "কিছু নাস্তিক ব্লগার" ইসলামকে নিয়ে জঘন্য কাজটি করেছে, সবাই নয়। আশা করি সব ব্লগার যে এক নয় সেটি নিয়ে লিখবেন ! ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.