আমাদের কথা খুঁজে নিন

   

ময়নাদ্বীপ ভ্রমণে কবি হতে ইচ্ছে করে।

আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী......

রাত থেকে ইমরান ফোনে চেষ্টা করে যাচ্ছে। সকাল বেলা এসে বাসায় হাজির ,"আকাশ তাড়াতাড়ি তৈরি হয় ,আমরা ময়নাদ্বীপে যাব। " ময়নাদ্বীপের নাম শুনে সোজা হয়ে বসলাম । অনেক দিন থেকেই ময়না দ্বীপের নাম শুনে আসছি। তা যদিও 'হোসেন মিয়ার দ্বীপ' না তবুও দ্বীপে যাওয়ার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা তা অনেকটা পদ্মা নদীর মাঝি উপন্যাসের সেই ময়না দ্বীপের ভ্রমন কাহিণীর মতোই।

মোস্তফা সারোয়ার ফারুকী ভাই তার অনেক নাটক সহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির কাজ অনেকটা এখানেই করেছেন। শুনছি মনপুরা ছবির কাজও নাকি এখানে হয়েছে। আমরা সকাল ৮ টার দিকেই বাসা হতে বের হয়ে যাই। আমাদের বাসা হতে ময়নাদ্বীপ নদীপথে প্রায় ১০ কিমি. দূরে। বন্ধু-বান্ধব সহ সবাই নদীঘাঁটে হাজির যথাসময়ে।

প্রায় আড়াইঘন্টা নৌকা ভ্রমনে আমরা ময়মনসিংহ শহরের বেশির ভাগ অংশ দেখে ফেললাম। নদীর একপাশে শহর অন্যপাশে গ্রাম। কিছুদর এগিয়ে দুইপাশেই শহর। ব্রহ্মপুত্র নদে পানি খুবই কম। যে কারনে নৌকা ধীর গতিতে এগিয়ে চলছে ।

কার্তিক এর কড়া রোদে ঝলমল পানির নিচে নদের তলার মাটি দেখা যাচ্ছে। নদীর দুই পাশেই কাশফুলের সমাহার। এইতো জয়নুল আবেদীনের মৃত্যুঞ্জয় স্কুল। এখানে বসেই তিনি সব বিখ্যাত ছবি একেঁছেন। এখানেই লুকিয়ে আছে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখ্যপাধ্যায় এর শৈশব ।

এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের হুমাযুন আহমেদর সৃষ্টি নানা চরিত্র। সামনে এগিয়ে ফেলাম চীনমৈত্রী সড়ক সেতু ,কিছুদূরেইদুই দেখা যাচ্ছে রেল সেতু। তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। উপমহাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের নৌকা এগিয়ে চলছে শান্ত নদকে অশান্ত করে।

শহর অতিক্রম করার পর এখন দুই পাশেই গ্রাম। কিছুদুর যাওয়ার পর নদ দুইভাগে ভাগ হয়ে গেল। আমরা বাম পাশে এগিয়ে চলছি। এটাই আমাদের সেই ময়না দ্বীপ। কার্তিক এর তপ্ত দুপরে কী শান্ত নিরিবিলি পরিবেশ এই ময়না দ্বীপে।

চোখ জুড়ানো সবুজের সমহার। সরকারী ভাবে বনায়ন করা হয়েছে । পাশপাশি রয়েছে প্রাকৃতিক লতা ঝোপঝাড় ,যে দিকেই চোখ যায় সবুজ আর সবুজ। দলে দলে ভাগ হয়ে সবাই ঘুরতে থাকি । আহা কী মঝা ।

কী আনন্দ। কিছুক্ষন ঘুরে এসে রান্না -বান্নার আয়োজন করা হয়। তারপর খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরার পালা । সবাই হৈ হুল্লুর করে আনন্দ করতে করতে বাসায় ফিরতে রওনা হই। বিকালের মধ্যেই বাসায় ফিরে আসি।

কিন্তু মনটা পরে ছিল সেখানে সারারাত। রাতে বাসার ছাদের উপর সেইসব দৃশ্য সামনে আনার চেষ্ট করেছি কবিতার লাইনে । কিন্তু পারি নি। কবি হতে ইচ্ছে তো করেছে ,সেটাই বা কম কী।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.