আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ আন্দলোনের নাস্তিকতাবাদ অপপ্রচার সম্পর্কীয় ১টি কথোপকথন।

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার। .... কারওয়ান বাজার থেকে বাসে করে মহাখালী ্যাচ্ছিলাম। পাশের যাত্রীর সাথে কথা প্রসঙ্গে শাহবাগ ইস্যু চলে আসল। পরিস্থিতি আলাপ করতে গিয়ে এক পর্যায়ে বললেন, " শাহবাগে তো নাস্তিকদের আন্দোলন হচ্ছে। নবী (সাঃ) ও ইসলামকে কটুক্তি করা হচ্ছে।

আমিঃ জানলেন কিভাবে? আপনি কি সেখানে নিজে গিয়েছেন? নিজে পর্যবেক্ষন করে দেখেছেন? জনৈক ব্যক্তিঃ না। যাইনি। আমিঃ তবে জানলেন কি করে? জনৈক ব্যক্তিঃ খবরের কাগজ আর টিভি দেখে। আমিঃ কোন খবরের কাগজ? জনৈক ব্যক্তিঃ আমার দেশ, নয়া দিগন্ত, দিগন্ত টিভি। ( ইতমধ্যে পাশের সিটের অনেকেরই মনযোগ দেখলাম এদিকে) আমিঃ বাংলাদেশে আরো প্রায় ২০ টা জ়াতিয় দৈনিক ও ডজ়ন খাণেক টিভি চ্যানেল আছে, তারা এ কথাটা বলল না ক্যান?( পাশের যাত্রীরা এইবার মুখ খুলল, "হ্যা অন্য কোন পত্রিকা বা চ্যানেলে ত আমরা এই নিউজ পাইলাম না") জনৈক ব্যক্তিঃ ইয়ে মানে আমি ত এইগুলা পড়ি।

আমিঃ পড়েন, ভাল কথা তয় নিজের বিবেকরে বিক্রি করে দিয়েন না। কিছু বলার আগে ভাল কইরা জাইনা লন। সত্য জানেন। তারপর কথা বলেন। শনিবার, অফ ডে।

রাস্তা ফাকা। কম সময়েই মহাখালী চলে আসলাম। বাস থেকে নামার সময় দেখলাম লোকটি নির্বিকার তাকিয়ে রইল জানলার বাইরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.