ইদানিং অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্চে যে, ব্লগারদের মধ্যে পোস্টানোর প্রবণতা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ হিট বাড়ানোর জন্য নানা অপচেষ্টায় লিপ্ত। অহেতুক রিপোস্টও ইদানিং প্রচুর হচ্ছে। রাজনৈতিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক লেখা লিখে অযথা ব্লগ গরম করা এখন খুব কমন বিষয় হয়ে দাড়িয়েছে। ফলে আমরা যারা ব্লগের রিডার (লেখার চেয়ে পড়ি বেশি) তারা সামুর প্রথম পাতায় ভাল লেখা সহসা পাই না ।
এতে আমরা ভাল লেখা পড়া থেকে অনেক সময়ই বঞ্চিত হচ্ছি। এই যেমন দিনমজুরের সাম্প্রতিক আলোচিত লেখাটা স্টিকি করার কারণে পড়ার সুযোগ হয়েছিল। অন্যথায় হয়ত লেখাটি মিস করতাম।
এমত অবস্থায়, পোস্টানোর বিষয়ে কড়াকড়ি করতে পারে মডুরা কি বলেন সবাই।
কেমন কড়াকড়ি......
কয়েকটি উপায় আমি বলছি বাকি গুলো আপনি বলুন........
১. ব্লগিং অনুযায়ী ডেইলি/ উইকলি ব্লগ সংখ্যা নির্ধঅরণ করে দেওয়া যেতে পারে।
যাতে নতু নতুন ব্লগাররা এসেই ফাল পেরে শুধু পোস্টাতে না পারে।
২. ট্যাবিংটা দুইটি না করে চার বা ততোধিক করা উচিৎ। অথবা সংকলিত পাতার নিচে ব্লগিং অভিজ্ঞতা অনুযায়ী ট্যাব থাকলে ভাল হয়। অর্থ্যাত যারা ৪ বা ততোধিক বছর ধরে ব্লগিং করছে তাদের জন্য একটি ট্যাব........যারা ২থেকে ৪ বছর ধরে ব্লগিং করছে তাদের জন্য আরেকটি এভাবে।
৩. যারা ব্যান খাবে তাদেরকে ডিমশন দেওয়া যেতে পারে।
৪. নামহীন আমি বলেছেন: বুঝতে পারছি, আপনি অনেক অভিজ্ঞ ও পুরোনো ব্লগার। কিন্তু আমার মনে হয় প্রতি পোস্টে ৪ টার বেশি ভুল বানান থাকলে ৪ সপ্তাহের জন্য ওয়াচে রাখা উচিত। তাহলে ভাষার প্রতি ব্লগারদের মনোযোগ বাড়বে।
যোগ করে দিলাম ।
আর কেউ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।