ধুর ব্লগে কি কি এড করা যায়? অনেক ফিচারের কথা আমাদের মাথায় আসে, যা থাকলে ব্লগিং আরও সুন্দর হত। আসেন এমন কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করি, আর আপনাদের মাথায় কিছু থাকলে তাও শেয়ার করেন।
১. রেজিষ্ট্রেশন কোন দেশ থেকে করা হয়েছে তা দেখানঃ ব্লগে অনেকেই অনেক দেশ থেকে ব্লগিং করেন। তাই ব্লগে যখন কোন ইউজার রেজিষ্ট্রেশন করে, তার আইপি দিয়ে রেকর্ড করে রাখা উচিত যে সে কোন দেশ থেকে রেজিষ্ট্রেশন করল। এতে করে আমরা সহজেই ভারতীয় ব্লগার, যাদের অনেক ঝামেলা সৃষ্টির জন্য ব্লগে আসেন, তাদের চিন্হত করতে পারব।
২. পোষ্ট কোন দেশে বসে করা হল তা দেখানঃ ব্লগে অনেকেই আছেন যারা দেশে থাকতে রেজিষ্ট্রেশন করে পরে দেশের বাইরে যেয়েও ব্লগিং করে। তাদের জন্য এটি বিশেষ কাজে দিবে। অনেক সময় দেখা যায় একজন একটা জিনিষ জানার জন্য পোষ্ট দিলে অনেকেই তাকে জিজ্ঞাসা করে যে "মিয়া থাকেন কই? এই খবর রাখেন না!" কিন্তু তখন এই সমস্যা দূর হবে। তাছাড়া রাত্রে অনেক ব্লগার থাকেন, কে কোথায় থাকেন তাও জানা যাবে।
৩।
পারসোনাল ম্যাসেজঃ এইটা চরম দরকারী একটা জিনিষ। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজনে অনেক ব্লগারের সাথে জরুরী বিষয়ে কথা বলার থাকে, কিন্তু যোগাযোগের উপায় নাই। তখন একটা পোষ্টে ঢুকে অপ্রাসঙ্গিক ভাবে তার কোন একটা পোষ্টে গিয়ে কমেন্ট করতে হয়, এবং তাও পর্যবেক্ষণে রাখতে হয়। যেটা বেশ একটা ঝামেলার কাজ। সুতরাং....
৪।
গ্রুপ ডিসকাশনঃ ব্লগে অনেক সময় অনেক পোষ্ট আসে যা আসলেই কিছু সময় একজায়গায় থাকার দরকার হয়, যাতে সবার সাথে সবাই মতবিনিময় করার দরকার হয়। তখন এটি কাজে দিবে।
৫। ষ্টিকি পোষ্ট বাটনঃ ব্লগে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট আসে, যাকে সবাই ষ্টিকি করার জন্য ভোট দেওয়া শুরু করে, এবং লিংক রিপোষ্ট করে। এটা থেকে বাঁচার জন্য ষ্টিকি পোষ্ট বাটন দেওয়া উচিত।
৬. রিপোষ্ট বাটনঃ রিপোষ্ট রিপোষ্ট রিপোষ্ট!!! অনেকেই তাদের পোষ্ট রিপোষ্ট করে থাকেন, সেজন্য একটা বাটন রাখলেও হয়, শুধু বাটন চাপ দিলেই রিপোষ্ট হবে। তবে এর জন্য মাসিক একটা লিমিট থাকবে, যাতে ইচ্ছা মত ব্যবহার না করতে পারে।
আর মাথায় আসে না আপাতত। আপনাদের কি কি আছে মাথায়? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।