আমাদের কথা খুঁজে নিন

   

আদিলুরকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড আবেদন

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে আজ রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। তথ্যপ্রযুক্তি আইন-২০০৬-এর ৫৭-এর ১ ও ২ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের তরফ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মনিরুল ইসলাম বলেন, ‘গত ৫ মে রাতে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে অধিকার। এতে কাল্পনিকভাবে ৬১ জন মারা গেছে এমন দাবি করা হয়।

প্রতিবেদনের প্রচ্ছদে ফটোশপের মাধ্যমে ছবি বিকৃত করা হয়েছে। এতে করে দেশের ভাবমূর্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। ’
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এই তালিকায় তথ্য ও যুক্তি নেই। প্রতিবেদনের প্রচ্ছদে প্রযুক্তি ব্যবহার করে মৃতদেহের ছবি দেখানো হয়েছে। এ জন্য তথ্যপ্রযুক্তি আইনের ৫৭-এর ১ ও ২ ধারায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে।


আদিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান মনিরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদিলুর রহমানের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তা ছাড়া অধিকারের ওই প্রতিবেদনে রাজনৈতিক ইন্ধনসহ আরও কোনো কারণ আছে কি না, জানতে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।