আমাদের কথা খুঁজে নিন

   

দয়াল বাবা সিম খাবা গাছ লাগায়ে খাও

জীবনও যখনও শুকায়ে যায় করুণা ধারায় এসো..

আমি rzপ্রথম যখন xgxxgdগানটির ভিডিও চিত্র দেখি দারুন মজা পেয়েছিলাম। আজ সকালে এই মফস্বল শহরের একটি ছোট্ট কাঁচা বাজারে তরকারি কিনতে গিয়ে গানটি আবার মনে পড়ে গেল। সারাদিন ধরে ওই গানটির সুর মনে মনে ভাজছিলাম। অদ্ভুত লাগলো কিছুক্ষণ আগে ওই গানটি নিয়ে ব্লগে লেখা দেখলাম। আশ্চর্য হলাম।

বাজারে সিম দেখে কিনতে ইচ্ছা হলো। দাম জানতে চাইলাম। দোকানি দারুন অবহেলা ভরে বললো ৮০ টাকা কেজি। আমার জীবনে কখনো শুনিনি এই মফস্বল শহরে এক কেজি সিমের দাম আ---শি টাকা। আগে অনেক বার টিভিতে দেখেছি, ঢাকার বাজারে সিম বা অন্য কোন কাঁচা তরকারির অনেক দাম।

কিন্তু এই মফস্বল শহরে? কাভি নাহি। তখন থেকেই মনে পড়লো গানছি। ----দয়াল বাবা সিম খাবা গাছ লাগায়ে খাও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।