আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনের টিকেট পাওয়া যায়না তার পর ও এ খাতে লোকসান কেন???



সম্প্রতি আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসার টিকেট করার জন্য ষ্টেশনে যাই। কিন্তু সেখানে গিয়ে দেখি একি অবস্থা অনেক বড় লাইন টিকেট কাটার জন্য। শুধু চট্টগ্রাম খেতে না ঢাকা থেকেও একি অবস্থা। এখনতো ট্রেনের টিকেটের জন্য কিযে অবস্থাপ। ঈদে ঘরমুখো মানুষের প্রথম পছন্দ থাকে ট্রেইনে যাত্রা।

কিন্তু আমার কথা হলো সাধারণ সময় বা ঈদের সময় কখনই ট্রেনের টিকেট পাওয়া যায়না, তারপরও সরকারের ট্রেনে এত লস কেন। কাদের পকেটে এ টাকা যায়। ( ইদানিং ট্রেনের টিকেট যে সোনার হরিণ হয়ে গেছে তা মোবাইল কোম্পানীর গুলো এড দেখলেই বুঝা যায়--- আপনার মোবাইলে এখন ট্রেনের টিকেট পাওয়া যায়) সরকারে উচিত এখাত টিকে নজরদারী বাড়ানোর। প্রথম আলোতে দেখলাম ভারত শিগগিরই চালু হচ্ছে শীতাতপনিয়ন্ত্রিত দোতলা ট্রেন। রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা দিয়েছেন এ বছরেই চালু হবে এই ট্রেন।

আমরা এত পিছিয়ে থাকবো কেন ????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।