আমাদের কথা খুঁজে নিন

   

তুমি মালতীকে মা বলো; বোন বলো, স্বপ্ন বলো; নদী, ফুল, পাখি, ভোর যা খুশি তাই বলো

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

মালতীরা কোথায় যায়? এখন তো যুদ্ধ নেই মেঘ নেই পুবের আকাশে তবু মালতীরা কোথায় হারায়? মালতী- আমার বোন মালতী- আমার মা মালতী- আমার প্রেম মালতী কাঁদবে কেন? তুমি কি মালতীকে চেন? কোথায় দেখেছে তাকে? কোথায় দেখনি তাকে? কোথায় ছিলো না সে? মালতীর চোখে সন্তাপ! মালতীর বুক কাঁপে ভয়ে মালতীরা নির্ঘুম রাত জাগে সন্ত্রস্থ দিন যায় তার সংশয়ে মালতীর হাত শিউলি বিহীন! মালতী- আমার স্বাধীনতা মালতী- আমার পতাকা মালতী- আমার হাজার নদী মালতী- আমার লক্ষ গ্রাম মালতী- আমার সবুজে সবুজ। তুমি কী মালতীর ভাষা বোঝো? তুমি কী মালতীর স্বপ্ন পড়ো? তুমি কী মালতীর আকাশে ওড়ো? তুমি কী মালতীর ভোরে জাগো? মালতীরা হারায় কেন? কেন তার স্বপ্ন রক্তাক্ত? মালতীরা সংকুচিত কেন? কেন ফুটতে বাধা তার থরে থরে? তুমি মালতীকে ভালোবাসো তুমি মালতীকে মা বলো বোন বলো, স্বপ্ন বলো নদী, ফুল, পাখি, ভোর যা খুশি তাই বলো ভাবো তাকে স্বপ্ন দেখার বিস্ময়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।