আমাদের কথা খুঁজে নিন

   

আঁখিতে দেখি

http://orbachinvabona.blogspot.com/, http://www.youthinkers.com/author/tahseen-sadik/, http://newfangled-conjecture.blogspot.com

তোমার আঁখিতে আমায় দেখি দেখি স্বপ্নবুননের কাজলরেখা তোমার আঁখিতে যায় বিশ্বচেনা তবু কেন যেন যায় না তোমায় চেনা । তোমার আঁখির জলে রচে মর্মর বেদনাগাঁথা কত নদী-সমুদ্র রহে অপেক্ষমান, কত কবি রচে গান পরাজিত হয়ে আমি তখনো তাকিয়ে থাকি ঐ আঁখি পানে হারিয়ে যেতে চাই আঁখির ভূবনে, চিনতে যাই নিজেকে-তোমাকে কি ভূল ভেবে দুঃখ গুলোকে আঁখি ভেবে যাই আনমনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।