আমাদের কথা খুঁজে নিন

   

যে আঁখিতে এত হাসি লুকানো...

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

প্রথম দৃষ্টিটা অই ভাবে ফেলতে চাইনি তোমার আঁখিতে, ফেলতে চেয়েছিলাম খুব সাধারণভাবে, আরও হাজারটা দৃষ্টিপাতের মতোই, ফেলেছিলামও, কিন্তু তারপর আর দৃষ্টি অই রকম থাকেনি, অন্যরকম হয়ে গিয়েছিল, প্রথমবার আমার দৃষ্টি অন্যরকম হয়ে যায় সেই কুয়াশায় ভেজা মিষ্টি রোদেলা সকালে, সাথে সাথে অন্যরকম হয়ে যায় জীবনের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি, জীবনকে আমি অন্যভাবে দেখা শুরু করি, ঠিক যেভাবে দেখা শুরু করি তোমার প্রাণবন্ত উচ্ছল আঁখিযুগল। অই দৃষ্টি তারপর আর আমি দেখিনি কোথাও, যেমনটা দেখেছিলাম তোমার চোখে, অই অনুভূতিও আর পাইনি ফিরে, যেমন ফিরে আর পাইনি শৈশবের প্রথম হাত ফসকে যাওয়া ফানুসটাকে। অন্যরকম, অনেক অন্যরকম ছিল তোমার দীঘল কালো কাজল রাঙা সেই দৃষ্টি, হারিয়ে যাচ্ছিলাম, পতিত হচ্ছিলাম সেই দৃষ্টিতে আমি কয়েকটি দীর্ঘ মূহুর্তের জন্য; অবাক, নিশ্চল হয়ে তাকিয়ে ছিলাম অসংখ্য অসংখ্য অগুণতি মূহুর্ত তোমার অই অদ্ভূত সুন্দর দৃষ্টিতে। আমি দেখিনি তোমার নিটোল অধর অই হৃদস্পন্দন থেমে যাওয়া পৌষের ভোরে, দেখিনি তোমার মসৃণ গ্রীবা, তোমার কপোল, দেখতে চাইনি তোমার কোমল পেলব বাহু, তোমার পীনোন্নত উদ্ধত স্তন, জীবনানন্দের কবিতার মতো বিশুদ্ধ নির্মল দেহ; শুধু তাকিয়ে ছিলাম তোমার সুগভীর নয়নে, অই নিশ্চুপ অথচ সবাক ভাষা আমি বুঝিনি সেদিন, কয়েকটি মাত্র মূহুর্তে কেবল চেষ্টা করছিলাম বুঝার, সেই নিষ্ফল চেষ্টা রয়ে গেছে আজও। অনেক অনেক রাত আমি এরপর নিশাচর হয়ে আছি, অই পৌষের পর কেটে গেছে আরও অনেক অনেক পৌষ, অনেক অনেক বর্ণহীন সময়, চোখের সামনে রঙিন হয়ে আছে শুধু আমাদের অই সকালটি। রঙিন হয়ে আছে তোমার সাদা-কালো চোখে রঙধনু রাঙা দৃষ্টিটুকু, সমস্ত মহাবিশ্ব নিরর্থক করে দেয়া অই অসামান্য দৃষ্টি, সমস্ত মহাসাগরের জল উপচে পড়া অই দৃষ্টি, স্বৈর্গিক আলোকছটা ঠিকরে পড়া অই দৃষ্টি, নীরব অর্থবহ অই দৃষ্টি। আচ্ছা, কেন তোমার অই চোখেই তাকিয়েছিলাম সেদিন? অই অপার্থিব স্থাপত্যকর্মে, তোমার কমনীয় দেহে, দেখার মতো স্থানের তো অভাব ছিল না, তবু কেন প্রথম দৃষ্টিটা আমি তোমার চোখেই ফেলেছিলাম? প্রথাগত মানুষ প্রথম দৃষ্টিটা কারও চোখেই ফেলে, তাই? আমি অন্যদের মতো ছিলাম কি? অন্যদের মতো করে তো তোমার ছন্দোবদ্ধ পদক্ষেপ আমি দেখি নি, অথবা দেখতে চাইনি তোমাকে আমার কামনায়, আমার উন্মাদনায়, আমার সংরক্ত একান্ততায়, আমার উদভ্রান্ত স্বকীয়তায়? তবু কেন প্রথাগতভাবে অই চোখদুটোই দেখা হল আমার? অই স্বপ্নীল চোখ দেখার আগে আমি শেষবারের মতো এক করেছিলাম চোখের পাতাদুটো, এর পর থেকে আর এক করিনি, এর পর থেকে জেগেই আছি, জেগে আছি অই দৃষ্টিপ্রদীপ প্রভার অর্থটুকু একবার বুঝার জন্যে, কারণ, একবার চোখের পাতা দুটো এক করে ফেললে যে আমি আর জাগব না কোনদিন, অই কথাটুকু না জেনে চিরনিদ্রায় গিয়ে আমি বড় অস্থিরতায় থাকব, অই নিকষ কালো জগতে যাওয়ার আগে আমি তাই উদ্ধার করতে চাই তোমার অই ভাষা, অই আঁখিযুগলে লুকিয়ে রাখা উচ্ছল হাসির রহস্য, টলমলে স্বচ্ছ জলের মতো চোখে ভেসে থাকা অই গোপন বার্তা, কারণ, অই গভীর দৃষ্টির অবোধ্য কবিতার মতো ভাষাটুকু আমার, সেটার স্বত্ত্ব এমনকি তুমিও সংরক্ষণ করো না, আমি দুচোখ বোঁজার আগে শুধু অই ভাষাটুকু পড়ে যেতে চাই, অথচ অই ভাষার বর্ণমালা আমার অজানা এখনও। অসংখ্য চোখ খুঁজে ফিরি ক্লান্ত এইসব দিনরাত্রিতে, এখনও শুধু চোখেই তাকাই সবার, তোমাকে খুঁজে ফিরি, তোমার অই দৃষ্টি খুঁজে ফিরি, অই বর্ণমালা খুঁজে ফিরি, কারণ, তোমার অই দৃষ্টি ছাড়া তোমার অন্য সব কিছু্ই যে আমার অচেনা! উদভ্রান্তের মতো খুঁজে ফিরছি অই ভাষাটুকু, অই কথাটুকু, অই দৃষ্টিটুকু, যেই দৃষ্টিতে লুকিয়ে আছে সলজ্জ্ব নিষ্পাপ হাসি, খুঁজে চলেছি এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা তন্ন তন্ন করে, প্রতিটি মহাসাগর, প্রতিটি গভীর অরণ্যে, প্রতিটি তুষারে ঢাকা পাহাড়চূড়োয়, প্রতিটি তপ্ত মরুর বুকে, প্রতিটি জনাকীর্ণ বালুকাবেলায় প্রতিটি মানুষের চোখে আজও খুঁজে চলেছি নিরন্তর, কারণ, আমার ভীষণ ক্লান্ত লাগছে, অনেকগুলো বছর আমার চোখদুটো আমি বন্ধ করি না, আমি এখন বন্ধ করতে চাই, আমি একটুকু তৃপ্তি নিয়ে শেষবারের মতো ঘুমিয়ে পড়তে চাই নিশ্চিন্তে, ছোট্টবেলায় মায়ের কোলে ঘুমানোর মতোই নিশ্চিন্তে; তুমি কি একবার আমাকে তোমার অই চোখের ভাষাটুকু পড়তে দিবে? একবার আমাকে দেখতে দিবে আবার অই আঁখিযুগল, যে আঁখিতে লুকিয়ে রেখেছ মহাজগতের সবটুকু রহস্য? একবার শুধু দেখতে চাই, শুধু একবার, অই দৃষ্টি, আমার প্রথম কৈশোরের প্রথম পৌষের স্মৃতিকাতর অই দৃষ্টি, যে দৃষ্টি আর একবার দেখার জন্য আমি আজও ঘুমাতে পারি নি। আমি আর কিছুই তোমার কাছে চাইব না, তোমার ওষ্ঠ, তোমার গ্রীবা, তোমার পেলব বাহু, তোমার পীযূষ, তোমার মাংসল দেহ- সব তোমারই থাকবে, শুধু, শুধু একবারের জন্য আমি তোমার চোখদুটো দেখব- এবং এরপর, আমি জানি, আমার বিমর্ষ ম্লান উদভ্রান্ত এই রক্তাক্ত চোখে তুমি একবার তাকালে, জীবন সম্পর্কে বদলে যাবে তোমার ধারণা। ঠিক যেভাবে তোমার চোখে তাকিয়ে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি আমার বদলে গিয়েছিল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।