আমাদের কথা খুঁজে নিন

   

চিনে রাখুন। ইনিই আসল মডু।

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

;; ;; ;; ;; সামু ব্লগার মাত্রই "মডু" শব্দের সাথে পরিচিত। কিন্তু ব্লগাররা এই "মডু" নামে পরিচিত মানুষটি সম্পর্কে আসলে কতটুকু জানেন? সত্যি করে বলতে গেলে আসলে আমরা তেমন কিছুই জানি না। আমি নিজেও তেমন কিছু জানি না। তবে কিছু এক্সক্লুসিভ তথ্য জানি। সেগুলো শেয়ার করলাম।

উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি ২১০ lb সুদর্শন। ২০০২ সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেন একজন মডেল হিসেবে। তিনি ইতোমধ্যে অনেক গুলো পন্যের বিজ্ঞাপনে কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি moduVated inc নামক একটি শরীর চর্চা বিষয়ক কোম্পানির সত্বাধিকারী। ও হ্যা! তার তো আসল নামই বলা হয় নি।

তার আসল নাম হলো MODU SEYE. সেনেগাল বংশদ্ভুত এই মডেলের আইডল হচ্ছেন Tyson Beckford এবং Tyrese Gibson । মডু প্রতিদিন ঘুম থেকে উঠেন ভোর সাড়ে ৪ টায়। তিনি এলকোহলে আসক্ত নন। মডু সালাদ খেতে পছন্দ করেন। এই হচ্ছে মডু সম্পর্কে হালকা বয়ান।

নিচে মডুর কয়েকটা ছবি দিলাম। হ্যান্ডসাম মডু। মডু ভাই। আস্তে। বিপদসীমা অতক্রম কইরেন্না।

উলটা মডু। তৈলাক্ত মডু। মডু সম্পর্কে আরো জানতে গুগুল মামুর সাহায্য নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।