আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বাসার ঘুম বাসে ঘুমায়...!



আমি তাদেরই মাঝে একজন যারা ঘুমের মাঝে আনন্দ খুজে পায়! যখনি সুযোগ পায় আমি ঘুমিয়ে সময় পার করি! আমি ঘুমে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে ক্লাস বলুন, লাইব্রেরী বলুন এমনকি বাসায় ফেরার পথে নষ্ট সময়টুকু বাসে ঘুমিয়ে কাটিয়ে দি! কেনইবা ঘুমাব না? আমি যদি শান্তিমত বাসায় ঘুমাতে পারতাম তবে কি বসে বসে এখানে সেখানে ঝিমুটাম! আধার ভাঙার সাথে সাথে আমাকে পেটের দায়ে বেরুতে হয়। একটা মিনিট যদি এদিক সেদিক হয় তবে আমাকে রাস্তা জ্যামে আটকে যেতে হয় ঘন্টার পর ঘন্টা। আসলে বাস কম্পানিগুলোর আরামদায়ক এসি সার্ভিস বাস সবখানে চালু করা উচিত যতে করে মানুষ ট্রফিক জ্যামের যাতনা ভুলে আরামে নিজেদের গন্তব্যে পৌছাতে পারে। আমি অবাক হয় কিভাবে বড় বড় কম্পানির চাকুরীজিবীরা আর ব্যাংকের লোকেরা নিজেদের জীবাণটা উপভোগ করে। একটা ভাল বেতনের কি বা দাম যদিনা তারা নিজের পরিবারের সাথে কিছু সুন্দর সময় উপভোগ করতে না পারে? তাদের সারাদিনের কি কাজ - ভোর সকালে তরাহুরো করে ঘুম থেকে ওঠ আর খেয়ে না খেয়ে অফিসে দৌড়াও! সময়মত না পৌছলে আবার লাল কলির দাগ চাকরি চলে যাওয়ার ভয়, কত কিছু।

ঘুম ঘুম চোখ তখন পর্যন্ত থাকে যখন না তারা অফিস গিয়ে এসির হাওয়া একটু গায়ে লাগানো হয়। যাদের অফিসে এসি নেই তাদের ত খারাপ অবস্হা। ওহ্ এসি নেই ত কি হয়েছে ফ্যান ত আছে! কিন্তু ফ্যানই বা কি কাজের যদিনা সেখানে বিদ্যুৎ না থাকে। আমি কি বলি, ঘুম, রাস্তার জ্যাম এসব থেকে নিজেকে বাচিয়ে চাকরি ধরে রাখতে চইলে ঘতি-বাতি, তোয়ালে ব্রাশ নিয়ে অফিসে বেড়িয়ে পড়ুন, সেখানেই সব সেরে নিবেন! তবে হে আপনাকে এটুকু নিশ্চিত হতে হবে সেখানে সবসময় পানির সরবরাহ আছে কিনা। এটাও যে আমাদের সরকারী সুত্রে পাওয়া একটা সমস্যা... মাঝে মাঝে আপনাদেরকে দেখি আন্টিকে "সকালের নাস্তা দেরী হয় কেন" বলে বকা দিতে! আমার খুব কষ্ট লাগে এই ভেবে যে, আপনি কি জানেন না আন্টি গ্যাসের বদলে কাগজ পুড়িয়ে আপনার জন্য নাস্তা তৈরি করেন।

চুলা আছে ত গ্যাস নেই! আপনারা ব্যাস্ত মানুষ কাজে কর্মে এত ব্যাস্ত থাকেন যে একবারের জন্যও কাজের ফাকে পরিবারের খবর নিতে পারেন না। মাঝে মাঝে একটু ফোন করে জেনে নিবেন সব থিক আছে কি না! মেয়েটাযে স্কুলে গেল সে ঠিকমত বাসায় পৌছল কি না তাও একটু খুজ নিবেন। এখনত আবার মানুষ নামক কিছু নরপিষাচকে "ইভ-টিজিং" নামক ভাইরাসে ধরেছে। না জানি আপনার মেয়ে কিবা বউ এই রোগের বলি হল কি না। আপনার এটা নিয়ে প্রতিবাদ করার কোন দরকার নেই।

আপনি ব্যাস্ত মানুষ আপনার সময় কোথায় রাস্তায় বের হয়ে গলা ফাতানোর। আপনি শুধু আপনার মেয়ে আর পরিবারকে চোখে চোখে রাখতে পারলেই হল। আর হ্যা একটা কথা বলতে ভুলেই গেছি, আপনার মেয়ে ইদানিং অনেক বেশি সুন্দর হয়ে গেছে। ভাবছেন কিভাবে দেখলাম? আমি সেদিন ধানমন্ডি লেকের পাড় ধরে হাটছিলাম হঠাৎ আপনার মেয়েকে স্কুল ইউনিফর্ম গায়ে দেখেছি। সেদিন কিবা স্কুল তারাতারি ছুটি হয়ে গিয়েছিল তাই বুঝি বন্ধুকে নিয়ে একটু বাতাস খেতে বেড়িয়েছে।

নাকি অন্যকিছু...! (কিছু বাস্বব ছবিতে কল্পনা মেশানু... আপনাদের ভাল লাগলে বাকিটুকু লিখব...) ধন্যবাদ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।