আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড মারামারিতে জড়িয়ে পরছিলাম যাক ভালোই ভালোই বাসায় ফিরছি।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

আমার একটা বিরাট সমস্যা আছে। রাস্তা ঘাটে কোন মারপিট বা ঝগড়া দেখলে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখা। কিছুক্ষণ পর সেটাতে জড়িয়ে পরা। গ্রাম থেকে এই অভ্যাসটা জড়িত।

যাই হোক আমি আর বদরুল গেছিলাম নিউমার্কেটে 'ঢাকা বাজারে' জুতা কিনার জন্য। একজোড় জুতা কিনলাম+একজোড় মোজা কিনলাম। কিনে এলিফ্যান্ড রোডের দিকে আসতেছি। হঠাৎ দেখি একটু ভীড়। ঢাকা বাজার দিক দিয়া আসতে পান্জাবীর দোকান গুলোর ঠিক সামনে।

আমাকে ঐদিকে যাইতে দেখে বদরুল বলতেছে মিয়াভাই ঐ দিকে যাওয়ার দরকার নাই। আমি বললাম চল একটু দেখে আসি। গিয়া দেখি একটা প্রাইভেটকারের ড্রাইভারকে মার্কেটের এক সিক্যুরিটি গার্ড লাঠি দিয়া মারতেছে আর মার্কেটের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বলতেছে আজকে মাইরা ফালবো। হলুদ জামার মতো পরা যে সিক্যুরিটি গার্ড গুলো থাকেনা সেইটা। ভয় পাচ্ছিলাম যে ড্রাইভারকে যদি সিক্যুরিটি গার্ডের অফিসে নিয়ে যায় তাহলে লোকটাকে বেদম প্রহার করবে।

ড্রাইভারের চোখের একপাশটা ফুলে গেছে। ঠোঁট কেটে রক্ত বের হইতেছে। আশে পাশের লোকজন বলতেছে সব দোষ সিক্যুরিটি গার্ডের। কিন্তু কেউই সিক্যুরিটি গার্ডরে কিছু বলতেছেনা। ড্রাইভারটারে দেইখা মায়া লাগতেছিলো।

আমি সামনে আগাইয়া সিক্যুরিটি গার্ডরে বললাম ভাই অনেক মারছেনতো এইবার ছাইড়া দেন। যা হইছে বাদ দেন। ঐ পোলা আমারে তুই করে জিজ্ঞাসা করতেছে আমি কেডা? সাথে সাথে মাথায় রক্ত উঠে পরলো। এর মাঝে মার্কেটের সিক্যুরিটি গার্ডের উপরের লেভেলের কেউ একজন আমারে ধাক্কা দিয়া বলে ঐ বেডা যা। কোত্থেকে যে এইগুলা ঢাকা শহরে আসে।

বিশ্বাস করবেন না শরীরের সমস্ত শক্তি দিয়া ঐবেডার গালে একটা থাপ্পর মারলাম। থাপ্পর মেরে সাথে সাথে দারোয়ানের হাত থেকে লাঠিটা নিয়ে পিটানো শুরু করলাম। অবাক করা বিষয় হলো সাথে সাথে দাঁড়ানো ১৫-২০ জন লোক ওদের উপর ঝাপিয়ে পড়লো। আমি পিটানো বন্ধ করে সবাইরে থামানো শুরু করলাম। সবাইরে বললাম সবাই সরে পরেন পুরা মার্কেটের লোক আইসা রণক্ষেত্র বানাইয়া ফেলবো।

কাজ হইছে। সবাই দৌড়ানো শুরু করলো। আমি ড্রাইভারটারে তারাতারি ধরে বললাম যান তারাতারি গাড়ি নিয়ে যান এইখান থেকে। ড্রাইভার কাদঁতাছে...... আমার কাছে বিচার দিতে চাইতেছে। আমি কইলাম ভাই তারাতারি যান, গাড়িটা ভাইঙ্গা ফেলবো।

বদরুল আমার হাতে ধরে টান দিলো। দিলাম দৌড়............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।