আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড ভয়ের মধ্যে আছি

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আমাদের অফিসের একটা রেওয়াজ হলো প্রায় প্রতিবছরই মোটামুটি সবারই স্যালারি বাড়ে। তবে এই বাড়াটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: উপস্থিতি, কাজের প্রতি মনোযোগ ইত্যাদি এবং সবশেষে বসের এসিআর। সারা বছর ফুরফুরে মেজাজে থাকলেও বছরের শুরুতে আমরা একটু চুপসে যাই।

সৃষ্টিকর্তাকে ডাকাডাকি করি বেশি। যাতে বেতনটা বেশী বাড়ে। দেখা যায়, কারো ৪০% বাড়ে আবার কারো ১০% বাড়ে। তবে গড়ে একটা হিসাব আছে সেটা সবারই বেলায় প্রযোজ্য। এই ধরেন ১৫-২০%।

কিন্তু আমরা সবাই এবার প্রচন্ড ভয়ের মধ্যে আছি। একদম কাঁপাকাঁপি অবস্থা। দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। ঘটনা জানার জন্য এইচআর ডিভিশনে সবাই একটু একটু করে গোপনে উঁকি ঝুঁকি মারছে। সেদিন আমি এই কাজ করতে গিয়ে ধরা খেলাম এক আপরেটিভ ডাইরেক্টরের কাছে।

চরম এক ভীতিকর অবস্থা। চারিদিকে ফিশফাস। বছরের প্রথম মাসের প্রায় অর্ধেক যাওয়ার পথে কিন্তু কোন কাগজ পেলাম না এইচআর থেকে। আর কেউই নাকি এখনও পায়নি। কিন্তু এক বিশ্বাসী কলিগের একটা কথা সবার মনে চিঁড় ধরিয়েছে।

ঐ কথা শোনার পর থেকে সবাই খুব হতাশ। এবার নাকি বেতন তো বাড়বেই না বরং কমবে। উনি বললেন, "এই সরকার ক্ষমতা গ্রহনের সাথে সাথে যেভাবে জিনিস পত্রের দাম কমে গেছে তাতে মনে হচ্ছে সেই ১২ বছর আগে ফিরে গেছি। দিন বদল শুরু হয়ে গেছে। আহা কি সুখ!! কিসের দাম কমেনি? সব কিছুর কমেছে।

চাল, ডাল, তেল, চিনি, জ্বালানী তেল আরো কত কি? মানুষের জীবনযাত্রার মান নাকি সেই ১২ বছর আগের মত হয়ে গেছে। " সরকার বলেছে, আরো নাকি সব কিছুর দাম কমে যাবে। আপনাদের কোম্পানীর কি অবস্থা? স্যালারি কি বাড়বে? আঁই আর নাই। আঁরে তোরা মারি হালা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।