আমাদের কথা খুঁজে নিন

   

অটো সাজেশন



সেদিন কার কাছে যেন শুনলাম, আমি নাকি খুব কষ্টে আছি! চেনা মানুষেরা এমন অনেক কিছুই বলে। আসলে সবাই নিজেকে দিয়ে অন্যকে বুঝতে চায়, নিজের কষ্ট চাপিয়ে দিয়ে আমাকে চিনতে চায়। কিন্তু আসলে তো আমি এখন অন্যরকম! এখন আমার খুব নৃশংস হতে ইচ্ছে করে। চৌকো লাঠির আঘাতে থেঁতলানো মাংস পিন্ড, নরম মাটিতে বা কালো পিচে, মেঘের মত বয়ে চলা রক্ত ধারার ভাবনাটা, খুবই যৌক্তিক এক শিহরণ তোলে মনে। আমার বেশ ভালোই লাগে! এখন আমার নিজেকে ঘুণ পোকা মনে হয়, আর মানুষকে মনে হয় কাঠের মত।

সুন্দর কাঠকে ভেতর থেকে ঝাঁঝরা করে ফেলি, অন্দরে কুৎসিত আঁকিবুকি কেটে চলি। তাই আমি নিজেকে ক্যান্সারও ভাবতে পারি। আমার বোধহয় ভালোই লাগে! এখন আমি দূরথেকে দেখে হঠাৎ ভাবি, পিষে যাওয়া মানুষের লাশ পড়ে আছে। ভেবে আমি আবারও শিহরিত হই! কাছে গেলে ভুলটাকে চোখে পড়ে, আসলে ওটা কারও অগোছালো জড়ানো কাঁথা। আমি কি হতাশ হই? এখন আমি আর সুন্দর খুঁজে বেড়াই না।

ক্রমাগত ক্ষয়ে শিথিল হয়ে আসা সবুজের বাঁধন, দুষ্প্রাপ্যতার নামে আরও সুন্দর হয় না। সুন্দর প্রজাপতির অতীত ঘেঁটে ঘেঁটে, এখন আমি শুধুশুধুই নোংরা শুঁয়োপোকা খুঁজে বেড়াই। আমার কি ভালো লাগে? ভালোই তো লাগে বোধহয়! পুড়ে যাওয়া মানুষ, ডুবে যাওয়া মানুষ, ক্ষয়ে যাওয়া মানুষ! এখন তো আমি আসলে অন্যরকম! এখন তো আমার সবকিছুই বেশ ভালোই লাগে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।