*** অ্যালান ফ্রান্সিস নামের এক স্কটিশ লেখক একটি বই লিখেছেন। বইটির নাম '' Everything Man know about Women" বাংলা অর্থ '' মেয়েদের সম্পর্কে ছেলেরা যা জানে''। মজার বিষয় হচ্ছে বইটির ভূমিকার পর, বাকি পৃষ্ঠাগুলো একেবারে ফাঁকা। পৃষ্ঠা নম্বর ছাড়া কিছুই নেই।
*** বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হলো লাইব্রেরি অব কংগ্রেস।
৭০ মাইল বেগে একটি গাড়ি চালিয়ে গেলে লাইব্রেরির বই গুলো পার হতে সময় লাগবে ৮ ঘণ্টা।
***বিশ্বের সবথেকে বেশি বিক্রিত বইটির নাম '' এ টেল অব টু সিটিজ''। লন্ডন এবং প্যারিস নিয়ে এই বইটি লিখেছিলেন ''চার্লস ডিকেন্স। "
*** বিশ্বের বৃহত্তম বইয়ের দোকানটি রয়েছে নিউইয়র্কে। দোকানটির নাম ''বার্নস এন্ড নোবল''।
দোকানের বইয়ের তাকগুলো একটার পর একটা সাজালে দৈর্ঘ্য হবে ১২ মাইলের মতো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।