এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
টরেন্ট আগে তেমন একটা কখনো ইউজ করিনাই।
খুব কমপ্লেক্স একটা জিনিস মনে হতো। কিন্তু গত কয়েকদিনে টরেন্টের প্রতি খুব আগ্রহী হয়ে উঠলাম। শুরু করলাম ডেক্সবল ২ দিয়ে। স্পিড ভালই পেয়েছি। ১১ মেগাবাইট ডাউনলোড হতে মিনিট বিশেকের মতো লেগেছিল।
কিন্তু আজকে ইনসেপশন এর ডিভিডি রিপ ডাউনলোড দিতে গিয়ে দেখছি এই অবস্থা! আর কিছু বুঝি না বুঝি এইটা বুঝতেছি যে আমি কোন একটা ভূল করে ফেলেছি এবং সেই কারণে ডাউনলোড স্পিডের এই দশা! তাছাড়া শুনেছিলাম টরেন্ট নাকি যেটা বেশি সিড হয় এবং লিচ কম সেটা ডাউনলোড করতে হয়। এইরকম কোন টরেন্ট খুজে পাইনি। সবগুলারই সিড আর লিচের সংখ্যায় বিরাট ব্যবধান। তাই দ্যা পাইরেট বে থেকে মূল টরেন্টটা ডাউনলোড করেছি আর অন্য যেসব সাইটে এই ফাইলের আর যতো টরেন্ট ফাইল/ম্যাগনেট পেয়েছি সেইগুলাতেও ক্লিক করেছি আর এটার ট্রাকার লিস্টে যোগ হয়ে গিয়েছে। কিন্তু অবস্থার কোন উন্নতি হয়নি ...
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।