বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম। এ জেলা থেকে প্রথম প্রকাশিত অনলাইন পত্রিকা `কুড়িগ্রাম নিউজ'
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহল কবীর রিজভী আহমেদ বলেছেন, ১৯৭১-এর পর শেখ মুজিবুর রহমান ক্ষমতায় গিয়ে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে ঈশ্বর বনে গিয়েছিলেন। হরণ করছেন মানুষের মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা। একই ধারা বহাল রাখতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে পঞ্চম সংশোধনী বাতিল করে সংবিধান থেকে আল্লাহ ও বিসমিল্লাহ মুছে ফেলার ষড়যন্ত্র শুরু করেছে বর্তমান সরকার। ১৯৭১ সালে আওয়ামীলীগের কেউ সাহস পায়নি অথচ জিয়াউর রহমানের মতো সেনাবাহিনীর ছোট্ট অফিসার সেদিন স্বাধীনতার ঘোষনা করেন।
আজ তার নাম স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলার ঘৃর্ণ ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার ইতিহাসকে ভূলন্ঠিত করে পুণরায় বাকশালী শাসন কায়েমের চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার কুড়িগ্রামের নাগেশ্বরী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা রাওয়াল পিন্ডি থেকে বিচ্ছিন্ন হয়েছি দিল্লীর দাসত্ব গ্রহণের জন্য নয়। বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারতের মূখ্যমন্ত্রীসহ যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তা থেকে এ দেশের মানুষের মুক্তির জন্য সকলকে জাতীয়তাবাদী ধারার পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।
এই সরকার দিন বদলের কথা বলে জনগণের ভোট নিয়েছে। দিন ঠিকেই বদলেছে বদলটা এরকম- নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে, মানুষ ক্রয়মতা হারিয়েছে। আরও নিম্নগামী হয়েছে মানুষের আর্থসমাজিক অবস্থা। ১০টাকা কেজিতে চাল ও বিনামূল্যে সার দিতে পারে নি। নির্বাচনী সকল অঙ্গীকার ও ওয়াদা ভুলে সরকার দেশকে দু:শাসনের দিকে ঠেলে দিচ্ছে।
মানুষের মৌলিক অধিকার হরন করে বিরোধী দলের কর্মসূচিতে নির্লজ্জভাবে বাধা প্রদান করছে।
তিনি আরও বলেন, ১৯৭৪-এ আওয়ামীলীগ মতায় থেকে সৃষ্টি করলেন দুর্ভি। কাপড়ের পরিবর্তে কুড়িগ্রামের চিলমারীর বাসন্তি ও দুর্গাতি পরনে জুটলো ৫টাকার শাড়ির বদলে মাছ ধরার জাল। এই লজ্জা আজও আমাদের কুরে কুরে খায়।
নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপি’র সভাপতি তাসভিরুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবুবকর সিদ্দিক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল খালেক, কেন্দ্রীয় জাসাস দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রিপন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মারুফ আল হাসান, কুড়িগ্রাম মহিলা দলের আহ্বায়ক এডভোকেট রেহানা খানম বিউটি, নাগেশ্বরী বিএনপি’র সাধারণ সম্পাদক এন্তাজ আলী।
রাতে কুড়িগ্রামোমের পুরাতন পোষ্ট অফিস মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বাবানে এক কর্মীসভায় তিনি মিলিত হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।