উত্তরাঞ্চল ঘুরে দেখা গেল শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে কুড়িগ্রামের রাজারহাটে শীতরে তীব্রতা প্রকট আকার ধারণ করছ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় এলাকার জনজীবন স্থবরি হয়ে পড়ছে। শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নদিগ্ধ হয়ে ১ শিশুর র্মমান্তকি মৃত্যু ও এক বৃদ্ধা গুরুত্বর আহত হয়ছে।
অভাবি জনপদ হিসেবে পরচিতি কুড়িগ্রামের রাজারহাটের মানুষ অভাব-অনটন ও মঙ্গার সাথে যুদ্ধ করে বেঁচে থাকলেও শীত মৌসুমে শীতের ভয়াল থাবা থেকে রক্ষা পাওয়া তাদরে জন্য কষ্টকর হয়ে পড়েছে। চলতি বছরে শীতের শুরুতেই এলাকায় শীতের তীব্রতা দেখা দিয়েছে। ইতি মধ্যেই র্পযুদস্থ হয়ে পড়ছে এলাকার অভাবী মানুষ। আগুন পোহাতে গিয়ে রাজারহাটরে উমর মজিদ ইউনিয়নের তালুয়া পাড়া গ্রামের মোস্তফা আলীর কন্যা মোসলমো (১) মারা গেছে এবং তাকে বাঁচাতে গিয়ে দাদি রাবয়ো (৬০) অগ্নদিগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।