আমাদের কথা খুঁজে নিন

   

দারফুরে ভূমিদখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১১১

শুক্রবার থেকে এই সহিংসতা শুরু হয় বলে রোববার আদিবাসীদের সূত্রে জানা গেছে। ভূমি দখলের লক্ষ্যে রেজিগাট সম্প্রদায়ের হাজার হাজার সদস্যের ওপর তাদের প্রতিপক্ষ মালিয়ারা আক্রমণ চালায়।
রেজিগাট সম্প্রদায়ের একজন নেতা আইদাম আবু বকর টেলিফোনে জানান, “শুক্র ও শনিবার সংঘর্ষ হয়। এতে আমাদের পক্ষে ৪১ জন নিহত ও ৯০ জন আহত হন। আর মালিয়াদের পক্ষে ৭০ জন নিহত হন।”
দারফুরে অ-আরব বিদ্রোহীদের দমনে আরব আদিবাসীদের অস্ত্র সহায়তা দিয়েছিল খার্তুম। কিন্তু এখন সেই অস্ত্র নিজেদের বিরুদ্ধেই ব্যবহার করছে তারা।
২০০৩ সালে দেশটির ক্ষমতাসীন আরব সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নিলে অঞ্চলটিতে আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়ে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে উত্তর দারফুরে একটি সোনার খনির দখল নিয়ে দুই আরব আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৫ শতাধিক মানুষ নিহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।