আমাদের কথা খুঁজে নিন

   

দারফুরে ভূমিদখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১১১

সুদানের দারফুর অঞ্চলে ভূমি দখলকে কেন্দ্র করে দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায়  অন্ততপক্ষে ১১১ জন নিহত হয়েছেন। 

গতকাল আদিবাসীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে এই সহিংসতা শুরু হয়। 

ভূমি দখলের লক্ষ্যে মালিয়ারা আক্রমণ চালায় প্রতিপক্ষ রেজিগাট সম্প্রদায়ের হাজার হাজার সদস্যের ওপর। 

রেজিগাট সম্প্রদায়ের একজন নেতা আইদাম আবু বকর টেলিফোনে জানান, শুক্র ও শনিবার সংঘর্ষ হয়। এতে আমাদের পক্ষে ৪১ জন নিহত ও ৯০ জন আহত হন। আর মালিয়াদের পক্ষে ৭০ জন নিহত হন। 

উল্লেখ্য, দারফুরে অ-আরব বিদ্রোহীদের দমনে আরব আদিবাসীদের অস্ত্র সহায়তা দিয়েছিল খার্তুম। কিন্তু এখন সেই অস্ত্র নিজেদের বিরুদ্ধেই ব্যবহার করছে তারা। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।