বিশ্ববাজারে আবার বাড়ছে তুলার দাম। চলতি বছরের প্রথম ছয় মাসে পণ্যটির দাম বেড়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ, যা আমদানিকারক দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এ বছর জানুয়ারি মাসে যেখানে প্রতি পাউন্ড তুলার গড় দর ছিল সাড়ে ৮৫ সেন্ট, সেখানে জুন মাসে তা ৯৩ সেন্টে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে মার্চ মাসে এ বছরে সর্বোচ্চ গড় দর সাড়ে ৯৪ সেন্টে উন্নীত হয়। অবশ্য বছরের দ্বিতীয়ার্ধে তুলার দাম নিম্নগামী হবে বলে একাধিক আন্তর্জাতিক সংস্থা পূর্বাভাস দিয়েছে।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হলো বাংলাদেশ। মোট চাহিদার মাত্র ৩ শতাংশ দেশে উৎপাদিত তুলা থেকে মেটানো হয়। বাকি ৯৭ শতাংশ আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে। আর আমদানির জন্য বাংলাদেশের প্রধান দুই উৎস হলো ভারত ও উজবেকিস্তান।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে যে চলতি বছরে বাংলাদেশে এক লাখ ২০ হাজার বেল তুলা উৎপাদিত হবে; যা গত বছরের এক লাখ আট হাজার বেলের চেয়ে ১১ শতাংশ বেশি হবে।
গত বছর বাংলাদেশ ৩৬ লাখ বেল তুলা আমদানি করেছিল। এবারেও সমপরিমাণ তুলা আমদানি হবে বলে প্রাথমিকভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বর্তমানে বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হলো চীন। গত বছর বিশ্ববাজারে তুলা আমদানির সাড়ে ৩০ শতাংশ হয়েছে চীন থেকে। এ বছরও চীন বিশ্ববাজার থেকে বিপুল পরিমাণে তুলা আমদানি করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।