স্টিভ জবসের স্ত্রী লরেন্স পাওয়েল তাঁর মৃত্যুর দুই বছর পর নতুন করে প্রেমে পড়েছেন। লরেন্স এখন ওয়াশিংটন ডিসির সাবেক মেয়র অ্যাডরিয়ান ফেন্টির মাঝেই সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। গতকাল টেলিগ্রাফ অনলাইনে এক খবরে বলা হয়,২০১১ সালে শিক্ষামূলক একটি সেমিনারে লরেন্স ও ফেন্টির প্রথম সাক্ষাত হয়। সেখানে তারা দুইজন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সংস্কারে আলোচনা করেন। ওই সময় তাদের সম্পর্ক নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।
ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে টেলিগ্রাফ অনলাইন আরো জানায়, বন্ধুত্ব দিয়েই লরেন্স ও ফেন্টির সম্পর্ক শুরু হয়। এরপর আস্তে আস্তে তাদের মাঝে রোমান্স তৈরী হয়। সম্পর্ক জানাজানি হওয়ার পর ফেন্টির স্ত্রী মিসিলি চলতি বছরের জানুয়ারিতেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে ঘোষণাও দেন। ফেন্টি ও মিসিলি ১৫ বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।
তবে এখনো পর্যন্ত ডিভোর্সের বিষয়টি ফাইনাল হয়নি। তবে ফেন্টি ও মিসিলির সম্পর্ক ভাঙ্গতে জবসপত্নীর কোন ভূমিকা ছিল কিনা সে ব্যাপারে পত্রিকাটির প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে ১৯৯১ সালে বিয়ে করেন লরেন্স পাওয়েল। জবসের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে লরেন্স পেয়েছেন ১০ বিলিয়ন ডলার। ২০১১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান অ্যাপলের এই কর্ণধার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।