আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের নতুন প্রোজেক্ট

বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান গুগল নতুন প্রোজেক্ট ইউনিভার্সাল ট্রান্সলেটর এর কথা প্রকাশ করেছে। আর তা যদি সত্যি হয় তবে মাতৃভাষাতেই কথা বলা যাবে অন্য ভাষাভাষীর মানুষের সাথে। 

গুগল এমন একটি প্রোটোটাইপ বানানোর চেষ্টা করছে যা কিনা একদিন আপনাকে সাহায্য করবে পৃথিবীর যেকোনো স্থানে গিয়ে যেকোনো ভাষায় কথা বলতে, তাঁদের কথা বুঝাতে, ওই ভাষায় বিন্দুমাত্র জ্ঞান না রেখে । যন্ত্রটির নাম রাখা হয়েছে “Babel fish” যা কিনা ডগ্লাস অ্যাডামস তার "The Hitchhiker’s Guide to the Galaxy" বইতে লিখেছিলেন, যা একটি কাল্পনিক মাছ এর  নাম। 

প্রতিষ্ঠানটির অ্যানড্রইড, গুগল সফটওয়্যার ফর মোবাইল ডেভলাপারস বিভাগের প্রধান হুগো বাররা বলেন, এতি একটি রিয়েল টাইম ট্রান্সলেটর বানানোর প্ল্যান যা কিনা শুরু হয়ে গিয়েছে । তিনি বলেন. তারা অনেক প্রোটোটাইপ বানিয়েছেন এবং তারা সেগুলো নিয়ে খেলছেন এবং প্রতি সপ্তাহ পর্যবেক্ষণ করছেন কতটুকু অগ্রসর হওয়া গেল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।