আমাদের কথা খুঁজে নিন

   

কারিনাকে চুমু খাওয়া হলো না ইমরান হাশমীর!

সিরিয়াল কিসার ইমরান হাশমীকে ঠেকিয়ে দিলেন কারিনা কাপুর খান। সাফ জানিয়ে দিয়েছেন ইমরান হাশমীকে চুমু খাবেন না কারিনা।

যদিও ইন্ডাস্ট্রিতে কথা ভাসে, ইমরানকে চুমু না খেলে ফিল্ম হিট হয় না। কারিনা অবশ্য সেসবে ধার ধারেন না বোঝাই গেল।

একতা কাপুর তার পরবর্তী ফিল্ম 'বেত্তমিজ দিল'-এ কিছু ঘনিষ্ট দৃশ্যের পাশাপাশি চুমুর দৃশ্য্ও রেখেছিলেন কিন্তু কারিনা চুমুর দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। একতা কাপুরকে না জানালেও কো-প্রডিওসার করণ জোহরকে ইতোমধ্যে এই কড়া সিদ্ধান্ত জানিয়ে কারিনা-ভক্তদের হাফ ছেড়ে বাঁচিয়েছেন তিনি।

কারিনা বলেন, অনস্ক্রিনে কোন চুমুর দৃশ্য নয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।