আমাদের কথা খুঁজে নিন

   

কারিনাকে হটিয়ে দীপিকা

হৃত্বিক রোশান এবং কারিনা কাপুরকে ‘শুদ্ধি’ সিনেমায় কাস্ট করার কথা এর আগে জানিয়েছিলেন কারান। তবে সম্প্রতি জানা গেছে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গেও তিনি সিনেমাটির বিষয়ে আলাপ করেছেন।
মুম্বাই মিরর জানায়, কারিনা অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোরি তেরি পেয়ার মে’ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আর এ বিষয়টি ভাবিয়ে তুলেছে নির্মাতাদের।
যদিও কারিনার মতে তিনিই ‘শুদ্ধি’ সিনেমায় থাকবেন হৃত্বিকের বিপরীতে।

তবে কারান সম্প্রতি সিনেমাটির ব্যাপারে দীপিকার সঙ্গে আলাপ করেছেন।



এর আগে সঞ্জয় লীলা বনসালির ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ সিনেমায় কারিনাকে হটিয়ে স্থান করে নেন দীপিকা। আর তাই এবার কোনোভাবেই ‘শুদ্ধি’ হাতছাড়া করতে চাইছেন না কারিনা।
এক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, “কারান দীপিকার সঙ্গে কথা বলেছেন এটি সত্যি। দীপিকা চিত্রনাট্য পড়ে দেখার জন্য সময় নিয়েছেন।


‘শুদ্ধি’  সিনেমায় কারিনা-হৃত্বিক জুটি টিনসেলে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। কারণ এর মাধ্যমে প্রায় একযুগ পরে পর্দায় আবার জুটি বাঁধতে যাচ্ছেন তারা। সেখানে যদি কারিনাকে হটিয়ে দীপিকা স্থান করে নেন, তাহলে এটি একটি নতুন মোড় তৈরি করবে সিনেমায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।