চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত জয়নাল আবেদীন (১৯) কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিপালং গ্রামের বাদশা মিয়ার ছেলে। চান্দিনার একটি মৎস্য খামারে কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান জানান, জয়নাল সকালে মাধাইয়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় চান্দিনা যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।