ইহা কঠোরভাবে একটি রাজনীতি মুক্ত ব্লগ । । ইতিহাস পড়তে ভাল লাগে কারন এখানে পাওয়া যায় শৌর্যের গল্প, বীরের স্তুতি, অস্ত্রের ঝনঝন শব্দ আর যুদ্ধের দামামা। এইসব শব্দের নিচে চাপা পড়ে যায় আহতের আর্তনাদ, অসহায়ের কান্না। বিজীতের সরাবের ক্ষীণ সাময়ীক স্রোত আড়াল করে দেয় ফেলে আসা রক্তের নদীকে, জয়ের আতশবাজি ঢেকে দেয় অজস্র দেশ, ঘরবাড়ি আর মানুষ পোড়ানো আগুলের লেলিহান শিখা।
রাজাদের নীতির প্রতিষ্ঠা গুড়িয়ে দেয় হাজারে হাজার সাধারন মানুষের জীবন-জীবিকা-স্বপ্ন, যাদের খবর কেউ রাখে না, কেউ শোনেনা। সত্য হোক, মিথ্যা হোক, ভাল হোক, মন্দ হোক উড়তে থাকে বিজিতের বিজয় কেতন যা ইতিহাসবেত্তাদের কলমের কালিতে জায়গা করে নেয় কালের ডায়রীতে, গড়ে ওঠে ইতিহাস। কতিপয় উৎসাহী পাঠক ইতিহাসের ফাঁক দিয়ে উকি দেয়, জানতে চায় কিছু চাপা পড়ে যাওয়া ঘটনা যা জায়গা পায়নি ইতিহাসে, উত্তর না পেয়ে শুধু প্রশ্নই থেকেযায়। যার জবাব ইতিহাস দিতে পারেনা, রয়ে যায় রহস্যময় ইতিহাসের অজানা কিছু প্রশ্ন রুপে। এই প্রশ্নের সামনে মহাকাল যেন মাথা উঁচু করে থাকা নিস্পলক স্ফিংসের মত প্রাণহীন দর্শক; মর্মর ভাষাহীন।
আমার একটাই প্রশ্নঃ যুদ্ধ, দন্দ, হত্যা, আগুন, বিস্ফোরণ ছাড়া কি রাজনীতি হয়না। ইতিহাস কি হতে পারেনা যুদ্ধহীন শান্তিময় ??????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।