শহরের পদ্মা হাসপাতাল লিমিটেডে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ।
রোগীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শরীয়তপুর জেলার সুখিপুর এলাকার ওসমান গানির স্ত্রী রীনা বেগমকে (৩০) হাসপাতালে আনা হয়। রাত ৯টায় তার অস্ত্রোপচার হয়। ‘প্রচুর রক্তক্ষণে’ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরপরই রীনার স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়। এ সময় চিকিৎসক, নার্স স্টাফসহ সবাই ভয়ে পালিয়ে যান।
ওসি বলেন, হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
তবে, কাউকে আটক করা হয়নি এবং থানায় কেউ অভিযোগও দায়ের করেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।