আমাদের কথা খুঁজে নিন

   

লাইভ মিশরের খবর.......

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

দীর্ঘ ১ মাস ১২ দিন ময়দানে অবস্থান করেও যারা ক্লান্ত হয়নি তাদের এবার পিছু হটতেই হলো। অল্প সময়ের জন্য হলেও ময়দান ছেড়ে অবস্থান করতে হলো নিরাপদ দুরুত্বে। পরে কি হবে সেটা পরেই জানা যাবে তবে এখন যেটা হচ্ছে সেটা নিয়ে কায়রো থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ। - আপনারা প্রশ্ন করতে পারেন এখানে অথবা যাদের ব্লগে নিক নেই তারা ফেসবুকে https://www.facebook.com/BloggerMHcairo আমার সাথে থাকতে পারেন।

-- গত এক সপ্তাহ ধরেই মিশরে চলছিল চাপা উত্তেজনা। যে কোন সময় আক্রমন হতে পারে দীর্ঘদিন ধরে রাবা স্কয়ার ও নাহদা স্কয়ারে অবস্থানকারি মুহাম্মদ মুরসীর সমর্থকদের উপর। গত বুধবার অস্থায়ি সরকারের পররাষ্ট্রমন্ত্রনালায় থেকে কঠোর ভাবে হুশিয়ার করে বলা হয় শুক্রবারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থানকারিদের ঘরে ফিরে যাওয়ার জন্য। তা না হলে সরকার তাদের ঘরে ফেরত পাঠানোর ব্যাবস্থা করবে। কিন্তু এই হুশিয়ারিতে বিন্দু মাত্র কর্নপাত না করে তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেয়।

তখনই শুরু হয় উত্তেজনা। কিন্তু সরকার তখন কোন পদক্ষেপ নেয় নি বরং রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এমন কোন পদক্ষেপ নিবে না। ফলে পরিস্থিতি মোটামোটি শান্ত হয়ে যায় এবং আগের মতই শান্তিপুর্ন আন্দোলন চালিয়ে যেতে থাকে ব্রাদারহুডের সমর্থকরা। কিন্তু আজ সকালে পুর্ব ঘোষনা ব্যাতিত রাবা ময়দানে পুলিশ অভিযান চালায়। ময়দানের চারিদিন থেকে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি চালায়ে তাদের ময়দান থেকে চলে যেতে বাধ্য করে।

এ সময় হেলিপ্টার থেকেও কাদাঁনে গ্যাস ছুড়া হয়। আজকের ঘটনায় মুসলিম ব্রাদারহুডের দাবি অনুযায়ি: - নিহতের সংখ্যা ৩০০। - আহতের সংখ্যা কয়েক হাজার। - রাবা স্কয়ারের অস্থায়ি হাসপাতালের বিদ্যুত বিচ্ছিন করে দেয়া হয়েছে। - বন্ধ করে দেয়া হয়েছে সবধরনের এ্যম্বুলেন্স সার্ভিস।

- বন্দি করা হয়েছে অসংখ্য নেতা কর্মিকে। - এদিকে আজকের ঘটনার পর দেশের প্রত্যেক জেলায় বিভিন্ন নতুন পয়েন্টে জমায়েত হওয়া শুরু করে করেছে মুসলিম ব্রাদারহোডের কর্মিরা। রাবা স্কায়ারে আবার ফিরে আসছে হাজারো জনতা। বিভিন্ন জেলা থেকে কায়রোগামি সকল ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে। ব্রাদারহোডের সমর্থকরাও বন্ধ করে দিয়েছে বিভিন্ন প্রধান প্রধান সরক।

এদিকে এক সংবাদে বলা হচ্ছে আল আযহার বিশ্ববিদ্যালয়ের বিশেষ মধ্যস্ততায় এই প্রথম সেনাবাহিনীর সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে মুসলিম ব্রাদারহোড। চলবে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.