লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র নদীতে পাতানো লোহার খাচাঁয় আটকা পড়ে নুরনবী নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। পাটগ্রাম উপজেলার জগৎবেড ইউনিয়নের সমসের নগর বইরাগীরহাট সীমান্তে আজ ভোরে এ ঘটনা ঘটে।নুরনবী ওই ইউনিয়নের মুন্সিরহাট এলাকার সোলেমান আলীর ছেলে বলে জানা গেছে।বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় লোকজন জানান, নুরনবী ওই সীমান্তের ৮৬২ নং মেইন পিলারের নিকট সংলী নদী দিয়ে গরু আনার জন্য ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নদীতে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার চুয়াভাঙ্গাখাতা ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র পাতানো লোহার খাচাঁয় আটকা পড়লে বিএসএফের পাথর নিক্ষেপে তার মৃত্যু ঘটে।সকালে লাশ নদীতে ভেসে উঠলে লোকজন স্থানীয় চুয়াভাঙ্গাখাতা ক্যাম্পের বিএসএফ’কে খবর দেয়। বিএসএফ লাশ উদ্ধার করে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সমসের নগর ক্যাম্পকে জানান।১৫-বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পাটগ্রাম ক্যাম্পের কোম্পানী কমান্ডার জোনাব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ সনাক্তের পর পতাকা বৈঠকের প্রস্তুতি নেয়া হবে।১৫-বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবর রহমান জানান, পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।