আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই বানিয়ে ফেলুন LED মুভিং ডিসপ্লে (১ম পর্ব)

সবাইকে সালাম, ভালত ?
আমরা বিভিন্ন সময় মার্কেট, শপিং মল, বা দোকানে LED মুভিং ডিসপ্লে দেখে থাকি । দেখতে আনেক ভাল লাগে কারন উজ্জলতা ও দূর থেকে পড়তে ও দেখতে সুন্দর । আজ আমি সেই ডিসপ্লে সার্কিট টি যথা সম্ভব সহজ ও স্বল্প মূল্যে কিভাবে তৈয়ার করতে যায় তা দেখাব। আর যারা Proteus ব্যবহার করতে পারেন তারা এখনি চেক করতে পারবেন সার্কিট এর মজা ।

মাইক্রোকন্ট্রোল প্রোগ্রামিং টিউটোরিয়াল বুঝতে ক্লিক করুন -
http://www.techtunes.com.bd/electronics/tune-id/146214 ফয়সল ভাইকে ধারাবাহিক টিউন এর জন্য ধ্যন্যবাদ ।


http://www.ermicro.com/blog/?p=875 http://www.lukeallen.com/pic.html http://talkingelectronics.com/html/PIC-for-Beginners.html http://tutor.al-williams.com/pic-intro.html
এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লের কর্ম প্রক্রিয়া প্রাথমিক ভাবে বুঝার জন্য এখানে ক্লিক করুন । http://www.talkingelectronics.com/te_interactive_index.html
উপরোক্ত পেইজের প্রতিটি অংশ মনোযোগ দিয়ে পড়ুন ।
শুরু করা যাক। নিচের সার্কিট টি লক্ষ করুন ।

এখানে  মূলত ১ টি মাইক্রোকন্ট্রোল  PIC16F84A ৬ টি শিফট রেজিস্তর 74LS164 IC , ৮ টি 2N222 tranjistor,৬ টি  8x8 dot matrix display, ১ টি ক্রিস্টাল ও কিছু রেজিস্তর ও কেপাছিটর ব্যবহার করা হয়েছে ।


আসুন প্রথমে 74LS164 IC টির ব্যপারে জানি ও মজার কিছু প্রোজেক্ট করি । এটি একটি TTL IC,এটি LS জায়গায় HC,HS,MC হতে পারে। একে বলা হয় 8 bit sireal in paralal out shift rasistor. অর্থাৎ একে সিরিয়াল ডাটা দিলে সে প্যারালাল ডাটা আউট করতে পারে ।
TTL IC চালানোর জন্য ৫ ভোল্ট এর বেশি দেওয়া যাবে না ।
আসুন এর পিন গুলুর কার্যক্রম দেখি ।



১ ও ২ নং পিন ডাটা ইনপুট।
৮ নং পিন ক্লক পালস ইনপুট।
৯ নং পিন মাস্টার ক্লিয়ার (রিসে...
৭ নং পিন গ্রাউনড ।
১৪ নং পিন পজিটিভ (৫ ভোল্ট)।
৩,৪,৫,৬,১০,১১,১২,১৩, আউট পুট।


এখন ১ ও ২ নং (ডাটা)  পিনে পজিটিভ (হাই) করে যদি  ৮ নং পিনে পালস অর্থাৎ হাই করে আবার লো করা হয় তা হলে ১ম  আউট পুটে হাই আউট হবে।
একই নিয়মে যদি (ডাটা)  পিনে লো করে পালস দেই তাহলে প্রথম ডাটা টি ২নং  আউট পিনে চলে যাবে এবং বর্তমান লো ডাটা টি ১ নং আউট  পিনে যাবে।
এই ভাবে  পালস এর সাথে যে ধরনের ডাটা দিবেন ঠিকই ধারাবাহিক ভাবে ৩,৪,৫,৬,১০,১১,১২,১৩ বের হতে থাকবে । ৯ নং পিন কে লো করলে এইসি
রিসেট হয়ে যাবে । নিচের সার্কিট টি লক্ষ করুন ।

এটি একটি মজার পেইন্ট ব্রাশ ইফেক্ট নাইট রাইডার লাইট । এটি দিয়ে অনেকে সাইন বোর্ড, ও বিল বোর্ড
বানায় ।
আর যারা Proteus ব্যবহার করতে পারেন তারা এখনি চেক করতে ছিমোলেট করতে পারবেন ।      ডাউনলোড করুন

দ্বিতীয় পর্বে দেখাব কি ভাবে এই আইছি ও মাইক্রোকন্ট্রোল দিয়ে এল ই ডি  মুভিং ডিসপ্লে বানানো যায় । অবশ্যই Schematic ও Code (.hex & ASM) সহ ।

ভালো থাকুন ।
দোয়া করবেন। আল্লাহাফেজ ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।