আমাদের কথা খুঁজে নিন

   

টুনটুনি, টিয়া, পায়রা, বাবুই ওনাদের নিয়া আমার ১ম পাখিমূলক ছবি পোষ্ট।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......
একাকী বসে আছে উদার মনোভাব নিয়ে মি. বাবুই কি সুন্দর নিজের হাতে তৈরি বাসা। তার ভিতরে ওনাদের বসবাস। বাবুইদের কাজের প্রসংশা না করলে একদরনের বেয়মানি হয়ে যাবে। আমাদের শান্তির প্রতিক মিস পায়রা ওরফে কবুতর তার ওপরে কৈতর জ্বি ঠিক ধরছেন.. ইনিও কবুতর। সুন্দর লাগলে নিতে পারেন.. বুঝেছি আমাদের টুনটুনিকে দেখে চিনতে ভুল করেন নাই। সাপ এবং কুনো ব্যাঙ আর আমাদের টুনটুনির কথা আমরা এখনো ভুলি নাই। ইনি এভাবে মুখ গম্ভীর ভাবে বসে আছেন কেন?? কবে যে এভাবে একদিন আমরা উড়বো। আহ্ কত সুন্দর.... উনি কার ভাগ্য পরীক্ষা করছেন??? এবার চিনছেন তো...... চিনতে পারছেন তো? না চিনলে নিচেরটা দেখুন.... কিছু ছবি নেট আর কিছু ছবি আমার ১ আঙুলের টিপ দিয়ে ওঠানো। কেমন লাগছে অনুভুতিটা জানাবেন..... ধন্যবাদ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.