mamun.press@gmail.com
আবদুল্লাহ আল-মামুন, ফেনী >>>
ফেনীর পরশুরামের বিলোনীয়া সীমান্তের ওপারে ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে মহান শহীদ মুক্তিযোদ্ধদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতি পার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিকে ধরে রাখতে এবং দু দেশের সম্পর্ক দৃঢ় করতে ভারতের কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার এই স্মৃতি পার্ক নির্মাণ করছে। শীঘ্রই এই স্মৃতি পার্ক নির্মাণের কাজ শুরু হচ্ছে।
সূত্র জানিয়েছে, চলতি মাসেই স্মৃতি পার্ক নির্মাণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করতে পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনি ২৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যে গেছেন।
জানা গেছে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও স্মৃতি সংরণে ৩৯ বছর পর ত্রিপুরার রাজ্য সরকার মুক্তিয্দ্ধু স্মৃতি পার্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৩২ কিঃমিঃ দূরে বিলোনীয়া মহকুমায় চিত্তখোলা নামক স্থানে পার্কটি নির্মাণ করা হচ্ছে। এখানেই ১৯৭১ মুক্তি সংগ্রামে নিহত মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয়। এতদিন ঘন জঙ্গল আগাছায় পরিপূর্ণ ছিল স্থানটি। ত্রিপুরা সরকারের উদ্যোগে স্মৃতিপার্ক স্থানটি পরিষ্কার করা হয়েছে।
২০ হেক্টর জমিতে ৭ টিলা একটি প্রাকৃতিক লেক নিয়ে পার্কটি গডে তোলা হবে। সাতটি টিলার একটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। অন্য ছয়টি টিলাও সমতল ভূমিতে পার্ক ও বিনোদন কেন্দ্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।