আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাসপারস্কাই এর ওয়েবসাইট হ্যাক হবার পরে আমার যা মতামত...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

আপনার সবাই নিশ্চয়ই শুনেছেন যে ক্যাসপারস্কাই এর ওয়েবসাইট হ্যাক হয়েছে।

কিন্তু একটা প্রশ্ন আপনাদের সবার কাছে রাখছি, "ক্যাসপারস্কাই এর ওয়েবসাইট হ্যাক হবার পরে কে কে এই ওয়েবসাইটে ঢুকে ভাইরাসের কবলে পড়েছেন?" কেউ কি আছেন এরকম? আমার মনে হয় নেই। ক্যাসপারস্কাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রোটেকশন দেয় ভাইরাসের বিরুদ্ধে। কি নেই এতে? আপনার যা যা দরকার আপনি তার সব পাবেন ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি নামক প্রোগ্রামটিতে। গত এক বছরে তারা তাদের প্রোগ্রামের যে পরিমাণ উন্নত করেছে তা কল্পনাতীত! কম্পিউটারে পেন ড্রাইভ লাগাবেন? লাগান... কষ্ট করে পেনড্রাইভের উপরে রাইট মাউস ক্লিক করে স্ক্যান করতে হবেনা। মনিটরের ডান পাশেই চলে আসবে স্ক্যান করার অপশন।

কম্পিউটারে ভাইরাস ঢুকলে সব এন্টিভাইরাসই তা রিমুভ করতে পারে। কিন্তু ভাইরাস যে ড্যামেজ করে দেয় সেটাকে সারাতে ইন্টারনেটে গরুখোজা খুজতে হবে আপনাকে। আলাদা আলাদা টুলস্ ডাউনলোড করতে হবে। ক্যাসপারস্কাই এইদিক থেকে খুব বেশি সুবিধাজনক। স্ক্যান শেষ হবার পরে যেসব ভাইরাস পাবে সেসব ভাইরাস যদি কোন ক্ষতি করে থাকে তাহলেই আপনি পাবেন আরেকটি অপশন।

সেটার নাম, "Post System Restore"। ৫মিনিটের মতো স্ক্যান হবে। যে যে সমস্যা পাওয়া যাবে এক রিস্টার্টে সব ফিক্সড্! ক্যাসপারস্কাই এর সমস্যা এক জায়গায়। বেশি মেমোরী নেয়। এত্তো এত্তো সার্ভিস চান আর একটু ভাল মানের কম্পিউটার কিনবেন না সেটাতো হবেনা।

তাই ক্যাসপার চালাতে হলে আপনার লাগবে নুন্যতম ১গিগা রেমওয়ালা কম্পিউটার! যারা কম রেমওয়ালা পিসিতে ক্যাসপার চালানোর চেষ্টা করে দেখেছেন এবং হতাশ হয়েছেন তারা একটু বেশি রেমওয়ালা পিসিতে ক্যাসপার চালিয়ে দেখুন না। চলবে না, দৌড়াবে... নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আমার বাবা একজন চাকরীজীবি। তার ভাইরাসের পিছনে দৌড়াবার মতো যথেষ্ট সময় নেই। তার ল্যাপটপটা হঠাৎ করে সমস্যা করা শুরু করলো।

মারাত্মক স্লো হয়ে গিয়েছে। আর টাস্ক ম্যানেজার থেকে শুরু করে সবকিছু ডিজ্যাবল হয়ে গেছে। আমাকে বললো ঠিক করে দিতে। ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ ইন্সটল করে স্ক্যান দিতেই আমার চোখ ছানাবড়া! বিশ্বাস করবেন নাকি জানিনা ক্যাসপারস্কাই ২ঘন্টার স্ক্যানে তার ল্যাপটপে ভাইরাস পেয়েছিল ৫১৬৭টি!!! আমি এতো ভাইরাস দেখে তার ল্যাপটপের আশা ছেড়ে দিয়েছিলাম। ক্যাসপারস্কাই ইন্সটল থাকা অবস্থাতেই কিছু সেটিংস অটোমেটিক করে তার ল্যাপটপ তার কাছেই দিয়ে দিলাম।

দুইদিন বাদে ল্যাপটপ অন করে আমি অবাক! সবুজ অক্ষরে সুন্দরমতো করে লেখা, "Your System is Protected"। আমার বাবা যখনি ল্যাপটপ চালু করেছে ক্যাসপার ভাইরাস একটি একটি করে কেটেছে। ভাইরাস কাটার জন্য আলাদাভাবে কিছু করার আর দরকার হয়নি! এই হলো ক্যাসপারস্কাই। এখন কথা একটাই। হ্যাক হয়েছে ওয়েবসাইট।

আপনারা বলতে পারেন ওয়েবসাইটের পিছনে যে মানুষগুলো কাজ করে তাদের কোন একটা গলদ্ আছে। কিন্তু ক্যাসপারস্কাই এন্টিভাইরাসের পিছনে যে হাজার হাজার মানুষগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তাদের কি কোন ব্যর্থতা আছে? ওয়েবসাইট আর এন্টিভাইরাস প্রোগ্রাম, দুটোকে আপনার এক করে ফেলছেন কেন? নিজে ক্যাসপার ব্যবহার করবেন না ভাল কথা। কিন্তু অন্যকে ব্যবহার করা থেকে বিরত করবেন কেন? আপনার নাহলে ব্যবহার করার মতো পিসি নেই। অন্যদেরতো আছে। আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে কোন এন্টিভাইরাস ইউজ করবো? আমি তার রেমের কথা জিজ্ঞেস করি আর ইন্টারনেট ব্যবহার করে নাকি জিজ্ঞেস করি।

নিচে আমার পছন্দটা দিয়ে দিচ্ছি... ১. রেম ১গিগা বা তার বেশি হলে ক্যাসপারস্কাই ২. রেম ৫১২মেগাবাইট হলে ইসেট ৩. রেম ২৫৬মেগাবাইট অথবা তার কম হয়ে এভাস্ট ৫ এভাস্টের কথা শুনে চমকে উঠবেন না। দূর্বলরাও অনেকসময় অনেককিছু করে দেখাতে পারে। বিশ্বাস না হলে এভাস্ট ৫ ব্যবহার করে দেখুন। স্ক্যান চলাকালীন আপনার মেমোরী কখনো ৫০মেগাবাইটের উপরে নিবেনা। আর নরমাল চলার সময় লেস দেন ২০মেগাবাইট।

বাংলায় একটা প্রবাদ আছে। "আঙ্গুর ফল টক"। তাই বলে সব আঙ্গুরকে টক বানাতে যাবেন না। পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন... -হ্যাপি ব্লগিং


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.