আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাসপারস্কাই লাইসেন্স কি ব্লাক লিষ্টেড : মেজাজ গ্রম

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
এন্টিভাইরাস হিসেবে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি আমার এক লম্বর পছন্দ । গত ৫ মাস ধরে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০০৯ ধুমাইয়া খাইছি । এর মাঝে যতবারই লাইসেন্স কি ব্লাকলিস্টেড হৈছে ততবারই গুগল আংকেলরে বইলা নতুন লাইসেন্স কি এর ব্যবস্থা করতে সমস্যা হয়নি । সার্চাইলেই পেয়ে গেছি ।

এতদিন চোরের উপর বাটপারিতে হাত ভালই পাকনা হৈছে । কিন্তু চোরের দশদিন কি গৃহস্থের একদিন । গতকাল থিকা ক্যাসপারস্কাই এর লাইসেন্স কি আবারো ব্লাক লিস্টেড । গুগল চাচারে নানাভাবে ঘোলাইতেছি । কি কপাল ! ধরা এবার খাইতেই হৈছে ।

আজকে যত নতুন লাইসেন্স কি নামাইছি কোনটাই কাজ করেনা । মেজাজ বহুত বিলা হৈ রইছে । কোম্ম্পানিরে বাঁশ মাইরা খাইতে পারলে কিঞ্চিত কাজের কাজ হয় । উচ্চ মূল্যে নেট ফি এর জ্বালা কিছুটা কমে । ফ্রি তে খাইতে চাই ।

নাইলে খেলুমনা । দেখি কি করা যায় । আজকে রাতের মিশন একটাই । "অপারেশন ব্যাম্বু টু ক্যাসপারস্কাই " আপনাদের কারো কাছে ক্যাসপারস্কাই এর ভ্যালিড লাইসেন্স কি থাকলে একটু হেল্পাইলে বড় ভালা লাগে ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.