আমাদের কথা খুঁজে নিন

   

নিম্বাসের সঙ্গে ৪০০ কোটি টাকার 'সাদা কাগজ' কেন বাতিল করবে না বিসিবি?



বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি ২০০৬ সালের শেষের দিকে যখন ভারতীয় মাল্টিমিডিয়া কোম্পানি নিম্বাস এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়, তখন বিসিবির সভাপতি কে ছিলেন, তা দেখার বিষয় নয়। এখনো কে আছেন তা এ লেখার মূল বিষয়বস্তু নয়। তবে এখন যিনি আছেন, তিনি গত রোববার পরমাণু বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, নিম্বাসের সঙ্গে বিসিবি'র চুক্তি কোন চুক্তি নয়, ওটি একটি সাদা কাগজ। সূত্র : কালের কণ্ঠ আশ্চর্য ব্যাপার? একটি দু'টি টাকা নয়, চার চার'শ কোটি টাকার চুক্তি।

যেদিন নিম্বাসের সঙ্গে চুক্তি হয় তারপর দীর্ঘদিন ধরে ঢাকার মিডিয়ায় সে কি উচ্ছ্বাস! মনে হচ্ছিল, ওই ৪০০ কোটি টাকায় শুধু বিসিবি নয়, বাংলাদেশই বোধ হয় পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হবে। অথচ এখন বলা হচ্ছে ওটি কোন চুক্তিই নয়। সাদা কাগজ। তাহলে মিস্টার লোটাস কামাল স্যার, সে সাদা কাগজ ছিড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন না কেন? যে চুক্তিতে ব্যাংক গ্যারান্টি নেই, যা নিয়ে আপনারা আদালতে যেতে পারবেন না, সেটির আর কি মূল্য থাকতে পারে? এখন কেন নিম্বাসকে তোয়াস করে ভুলিয়ে ভালিয়ে বাকি টাকা আদায় করতে হবে? নিম্বাস চুক্তি করার সময় জানতো না যে, বাংলাদেশের খেলার ভ্যালু কম? আর যখন চুক্তি হয়েছিল, তখনকার চেয়ে এখন বাংলাদেশ শতগুণে শক্তিশালী দল। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হোয়াইট ওয়াশ করেছে।

কাজেই এখন বরং বাংলাদেশের উচিত নিম্বাসের ওপর চাপ প্রয়োগ করা যাতে চুক্তির অর্থের পরিমাণ বাড়িয়ে দেয়। তা না হলে নিকুচি করি ওই চুক্তির। ওটি বাতিল করে এই মুহুর্তে নতুন করে আন্তর্জাতিক টেন্ডার আহবান করা হোক। তাতে বর্তমানের শক্তিশালী দল বাংলাদেশের জন্য আরো অধিক অর্থে টিভি সত্ত্ব বিক্রি করতে পারবে বিসিবি। আর তখন পাওনা টাকা পাওয়ার জন্য কাউকে তেলাতে হবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।