আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম মেহেদীর অপেক্ষায়.........মুলঃ হারুন ইয়াহিয়া (পর্বঃ৩)

। । ..জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে,ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে.। । পূর্ববর্তী পর্ব ধর্মীয় আলামতসমূহ 1. আল্লাহ্ কে প্রকাশ্যে অস্বীকার করা।

2. মসজিদের ধ্বংসসাধন। 3. মুসলিমদের উপর ক্রমবর্ধমান অত্যাচার। 4. ধর্মীয়ভাবে নিষিদ্ধ বিষয়গুলোর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পাওয়া। 5. পবিত্র কাবা শরীফে রক্তপাত। 6. ব্যক্তি স্বার্থে ধর্মের ব্যবহার।

7. ভণ্ড নবীদের উদ্ভব। 1. ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ আল্লাহ্‌ কে প্রকাশ্যে অস্বীকার করা (নিশ্চয় আল্লাহ্‌ এসব থেকে মুক্ত) “এমন একটা সময় আসবে যখন আল্লাহ্‌কে প্রকাশ্যে ও কুৎসিতভাবে অস্বীকার করা একটা সংস্কৃতি হয়ে দাঁড়াবে; এমন সময়ে ইমাম মেহেদীর আগমন ঘটবে। (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ২৭) এই হাদীস থেকে বোঝা যায় যে, অনেকেই নাস্তিকতা ও অজ্ঞেয়বাদের চর্চা করবে এবং তাদের এইসকল অবাস্তব মতামত বিভিন্ন মাধ্যম দিয়ে প্রচার করবে এবং প্রকাশ্যে আল্লাহ্‌কে অস্বীকার করবে। আমার আমাদের চারপাশে নজর দিলে দেখতে পাবো যে এই অবস্থা এখন বিরাজ করছে; নাস্তিক্যবাদিদের তথাকথিত “আধুনিক” ও “সমসাময়িক” দৃষ্টিভঙ্গির কারণে তারা সমাদৃত হয়ে থাকে। দুঃখজনকভাবে তারা প্রকৃত সত্যের অনুসন্ধান না করে মিথ্যা মোহে ডুবে থাকে।

তাদের কাছে যতভাবেই সত্য উপস্থাপন করা হোক না কেন তারা একরোখার মত তাদের ভ্রান্তবিশ্বাস আঁকড়ে থাকে। এদের ব্যাপারে পবিত্র কুরআনের সুরা বাকারার ৬ ও ৭ নাম্বার আয়াতে বলা হয়েছে “ যারা অস্বীকার করে, তাদের তুমি সাবধান করো আর না করো, উভয়টাই সমান, এরা কখন ঈমান আনবে না” “ (ক্রমাগত কুফরি করারা কারণে) আল্লাহ্‌ তাদের মন মগজ ও কানের উপর মোহর মেরে দিয়েছেন, এদের দেখার উপরও আবরণ পড়ে আছে এবং তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে”। 2. ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ মসজিদের ধ্বংসসাধন “এক শুষ্ক উপত্যকা থেকে সুফিয়ানিদের উদ্ভব ঘটবে এবং তাঁরা কালব গোত্রের ভাবলেশহীন ও শক্ত হৃদয় মানুষদের নিয়ে সৈন্যদল গঠন করবে যারা সকল মানুষদের উপর অত্যাচার করবে। সে মাদ্রাসা ও মসজিদ ধ্বংস করবে এবং সকল রুকু-সিজদাকারীদের উপর অত্যাচার চালাবে। ” (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ৩৫) আমার আমাদের চোখের সামনে দেখলাম কিভাবে ঐতিহ্যবাহী বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হল, এছাড়া সাম্প্রতিক সময়ে মায়ানমারে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে কিভাবে মসজিদগুলো ধ্বংস করা হল আর ফিলিস্তিনেতো প্রতিদিন ইসরায়েলি হামলায় কত ধ্বংসসাধন হচ্ছে তার কোন ইয়াত্তা নাই।

3. ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ মুসলিমদের উপর ক্রমবর্ধমান অত্যাচার হাদীসে বর্ণিত আছে শেষ সময়ে মুসলিম সমাজের উপর সংঘর্ষ, যুদ্ধ এবং অন্যায় চাপিয়ে দেওয়া হবে। “রুকু ও সিজদাকারীদের শাস্তি দেওয়া হবে। নির্দয়তা, অপবাদ, এবং অনাচার প্রসার লাভ করবে; পণ্ডিত এবং সাধু ব্যক্তিদের হত্যা করা হবে; এবং অনেক শহর বিজিত হবে। নবী (সঃ) এর বিরুদ্ধে বৈরিতা প্রদর্শিত হবে, রক্তপাত ও ধ্বংস বৈধতা পাবে। ” (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ৩৭) “আমার পরে খলিফারা আসবে, খলিফাদের পরে আসবে আমির, আমিরদের পরে আসবে অত্যাচারী শাসক।

অবশেষে আহলে বাইয়াত থেকে একজন আবির্ভূত হবে। ” (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ৮৪)। আমরা প্রতিদিন সংবাদপত্রের পাতায় দেখতে পায় কিভাবে ফিলিস্তিনে মুসলিমরা অত্যাচারের শিকার হচ্ছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মুসলিম নিহত হয়েছে, সম্প্রতি বৌদ্ধ সন্ন্যাসীরা মায়ানমারে মুসলিমদের কিভাবে ভয়াবহভাবে হত্যা করেছে শুধুমাত্র তাদের ধরম বিশ্বাসের কারণে। 4. ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ ধর্মীয়ভাবে নিষিদ্ধ বিষয়গুলোর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পাওয়া যদিও পৃথিবীর বিভিন্ন দেশে মদ্যপান, পতিতাবৃত্তি, সুদ, ঘুষ, সমকামিতা প্রভৃতি ক্ষতিকর কাজগুলো বেআইনি ও ধর্মীয়ভাবে নিষিদ্ধ তারপরও মানুষ এই সমস্ত কাজগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা এই সমস্ত অন্যায় কাজে জড়িত তারা প্রশংসিত ও উৎসাহিত হচ্ছেন অন্যদিকে যারা নিজেদেরকে এসব থেকে দূরে রাখছেন তাঁরা হেয় প্রতিপন্ন ও হাসির পাত্রে পরিণীত হচ্ছেন।

সবাই অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, কেউ ধর্মীয় বিধি-নিষেধের পরোয়া না করে বল্গাহীনভাবে চলছে এবং আমরা খেয়াল করলে দেখতে পাব গত কয়েক দশকে সব বিষয়ে বাড়াবাড়ি করাই নিয়মে পরিণীত হয়েছে। “অনিয়ম অনাচার পৃথিবীময় দেখা দেবে তখন নিষিদ্ধ বিষয়গুলোই আইনসিদ্ধ হবে। তখন হযরত মেহেদীর আবির্ভাব ঘটবে। ” (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ২৬)। “যখন অবিশ্বাস সর্বত্র হানা দেবে এবং নিষিদ্ধ কাজসমূহ জনসম্মুখে করা হবে তখন এক আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তির (ইমাম মেহেদী) আগমন হবে।

” (ইমাম রাব্বানী, লেটারস অব রাব্বানী, ২:২৫৯) “এমন জঘন্য অনাচার দেখা দেবে যখন সব নিষিদ্ধ বিষয়গুলোই আইনসিদ্ধ হবে; এমন সময়েই ইমাম মেহেদীর আগমন ঘটবে। “ (ইবনে হাযার আল হাইতামী, আল- কাওয়াল আল মুখতাসার ফি আলামাত আল মেহদী আল মুন্তাধার, পৃঃ ২৩। ) View ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.