আমাদের কথা খুঁজে নিন

   

বিনত আবেদনপত্র

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

বিনত আবেদনপত্র -আবু মকসুদ কিছু কিছু মুখ আমাকে শিখিয়েছে, পর্দা উঠালেই যবনিকা পাত, আসলে কি তাই হাতড়ে হাতড়ে মানুষ তবে কোথায় পৌছায়? সারাজীবন বিনত ছিলাম, ঘর আর কলতলা, তবুও আবিষ্কারের আকাঙ্ক্ষায় বাতাস আড়াল করে ঠুসতে চেয়েছি দেশলাইয়ের শেষ কাঠি ওপারে মিঠামন্ডের যজ্ঞ হলে কানে তুলো গুঁজে নীল নাবিকের মতো নিজেকে ছুঁড়ে সমুদ্রের ফেঁপে উঠা জলে খুঁজেছি বাসস্থান । আমার আবেদনপত্রে কালাজ্বর ছাড়াও লিখা ছিলো স্বাগত সবুজ, পথের ভিখিরির চোখে পুরনো দালানের করুণ চৌকাট নিমগ্ন বিশ্বাসে মাড়াই মাঝরাতের যাবতীয় টিলা কঠিনেরে আলিঙ্গনে খুঁজি সেই কাঙ্ক্ষিত আলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।