আমাদের কথা খুঁজে নিন

   

হেডলাইনে ১৮+ না লিখলে হয় না?

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

ব্লগে ইদানিং প্রায় দেখি ১৮+ পোষ্ট। বুঝলাম পোষ্টগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। বিষয়টা যদি এমন হতো যারা প্রাপ্ত বয়স্ক নয় তারা ১৮+ দেখে ঐ পোষ্ট পড়বে না, তাইলে কোন সমস্যা ছিল না। আবার অনেকে হয়তো বলবেন অনেক সভ্য- সুশীল ব্লগার যেন ভুল করে ঐ পোষ্টে ঢুকে বিব্রত না হন- তার জন্যেই ১৮ + লিখা ভাল। ১৮+ বয়সীদের এ ধরনের পোষ্টে প্রবেশ করলে অসুবিধাটি কি ? না চাইলে পড়বে না। এখন আমরা সবাই ১৮+ লিখছি। আর টিনএজাররা খুঁজে খুঁজে এ সবই পড়ছে। সকালে সাইবার ক্যাপেতে দেখলাম স্কুলবয়সী ১৫-১৬বছর হবে দুজন ছেলে- একজন আরেকজনকে বলছে,১৮+ লিখে সার্জ দিলে সব চলে আসবে। এবার বুঝুন মজা...................................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।