আমাদের কথা খুঁজে নিন

   

বার্তার হেডলাইনে সততা প্রশ্নবিদ্ধ, ভেতরের রিপোর্টে সন্তোষ প্রকাশ

উইকিলিক্স এ ফাসকৃত বাংলাদেশ ভিত্তিক অনেকগুলো কেবল বার্তা উইকিলিক্স এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। একটি রিপোর্টে এই মাসের বহুল আলোচিত যোগাযোগ মন্ত্রীর প্রসংগ উঠে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণের দায়িত্ব এমন এক মন্ত্রীর কাঁধে, যার সততা প্রশ্নবিদ্ধ- যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সম্পর্কে এমন মূল্যায়নই ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। রিপোর্ট টি দুবার পড়েও জিনিস টা ক্লিয়ার হলনা কেন সততা প্রশ্নবিদ্ধ .... কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই দু যাগায় অস্পষ্ট ভাবে বলা হচ্ছিল সরকারি হাই অফিসিয়াল আমলারা তার কাজের পদ্ধতি নিয়ে সন্তুষ্ট নন.. (আমলারা নারায়ন ঠিকমত না পেলে সন্তুষ্ট হইছিল কবে ?) আরো একযাগায় বলা হয়েছে (The Minister is also reputed to have close ties to China) চিনের সাথে তার সম্পর্ক ভাল (এম্বাসেডর সাহেবের অসন্তোষের মুল কারন মনে হয় এটাই) বাকি সব কাজের রিপোর্ট বিস্তারিত ভাবে বর্ননা করা হয়েছে, রাস্তা, মেট্রোরেল, পদ্মা সেতু, রেলওয়ের মহা পরিকল্পনা গুলো বাস্তবায়ন কোন পদ্ধতিতে করা হচ্ছে ইত্যাদি বিস্তারিত ভাবে বর্ননা করা হয়েছে। বর্ননায় কোন কাজের ব্যাপারে প্রশ্ন বা অভিযোগের আঙ্গুল তোলেন নি।

বিস্তারিত ভাবে লেখাটি পড়লে মনে হবে এইসকল কাজে তিনি সন্তুষ্ট। এমন কি জাইকা কে কনভিন্স করার অনুরোধ করাতেও তিনি বিস্মিত হয়েছেন বলে মনে হয় নি। মরিয়ার্টি তার বার্তা শেষ করেছেন এভাবে- "যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগের ভোট নিশ্চিত করার মিশন সফল করতে মন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যেসব বড় বড় অবকাঠামো প্রকল্পের কথা বলেছেন, তাতে যুক্তরাষ্ট্রের জন্যও ব্যবসার বিপুল সুযোগ রয়েছে। ঢাকা দূতাবাস এই সুযোগের বিষয়টি প্রচার করার পাশাপাশি আগ্রহী মার্কিন কোম্পানিগুলো যাতে বৈধ ও স্বচ্ছতার সঙ্গে এসব কাজ পেতে পারে, সেই চেষ্টা করবে।

" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.