আমাদের কথা খুঁজে নিন

   

‘ইনোসেন্স' নামের বস্তাপচা ফালতু ছবিটা। যেভাবে হেডলাইনে আনা হল

কোন স্টুডিওতে তৈরি না। নকুলা নামের এক ড্রাকুলার একটা বস্তাপচা হোম মেইড ফিচার ফিল্ম, আসলে একটি হোম মেইড ফালতু ভিডিও ছবি। ছবির বিভিন্ন অংশে কাঁচা হাতে নবিজি (সঃ) কে বিদ্রুপ। আমেরিকার ছোট দুটি হলে মুক্তি দেয়া হয়েছিল, জুন মাসে। তেমন কোন দর্শক না আসাতে হল ওয়ালারা ছবিটি ফিরিয়ে দেয়।

ছবির ট্রেলার ইউটিউবে দেয়া হয়েছিল, ছবির কোন পাত্তা নাই। - ইউটিউবে দেয়া ছবির ট্রেলারেরও তেমন কোন হিট নাই। এইভাবে পার হল ৪ মাস। ভুলেই গেছিল সবাই। এরপর এই মাসের সুরুতে ছবির ট্রেলারে উষ্কানিমুলক ভাবে আরবি সাবটাইটেল যোগ করে ১৪ মিনিটের কাটপিস আবার আপলোড করা হল, ফেস বুকে ব্লগে শেয়ার করলো।

এর পরও হিট নাই। রিএকশন তেমন নাই। শয়তান কি এত সহজে দমে যাবে? মিশরের এক কট্টর মৌলবাদি চ্যানেল "আন-নাস" টিভির টক শো তে এই কাটপিস দেখানো হল, দেয়া হ্ল জ্বালাময়ি বক্তব্য। এর পর দুএকটা মসজিদ ভিত্তিক খন্ড বিক্ষোভ, কিন্তু হালকা। সুধু মিশরের দুএকটি শহরে।

নাহ.হ ..না। হাল .. হাল ছাড়া চলবেনা ... রক্তের সাদ না পেলে শয়তান জাগ্রত হয় না। গৃহযুদ্ধ শেষে নাজুক আইন-শৃক্ষলার দেশ লিবিয়ার একটি শহর বেনগাজি, যুদ্ধ শেষ হলেও এখনো অনেকের হাতেই অস্ত্র। সংগবদ্ধ দুশকৃতিকারির দল মেশিন গান, রকেট চালিত গ্রেনেড সজ্জিত হয়ে, পরিকল্পিত হামলা, হত্যা করলো মার্কিন রাষ্ট্রদুত সহ ৪ জনকে। নিহতরা হয়তো জানেইনা ৪ মাস আগে কোন ফালতু ছবি কে কবে বানাইছিল।

বিক্ষোব করে মাইকে ঘোষনা করা হল, এই ছবি (ট্রেলার) দেইখা মনে খুব রাগ হওয়াতে, এই কাজ করা হইছে। এর পরের কাহিনী সবার জানা। দুনিয়া জুড়ে মাওলানারা দলে দলে, কাতারে কাতারে, ... ইসলাম গেল, ইসলাম গেল .. প্রতিদিন মানুষ মরতেছে, এরা শহিদ। ইসলাম বাচাইতে হবে। হুজুরেরা ইউটিউব দেখছে কিনা, .. ইউটিউব জিনিস টা কি ভাই? যে আরব এই পাপিষ্ঠের ছবিটার উপর পবিত্র ভাষা আরবি সাবটাইটেল যোগ করলো, রি আপলোড করলো, শেয়ার করলো, মিশরের মৌলবাদি চ্যানেলে একটি টকশো তে এটা দেখাইয়া উষ্কানি দিল।

এই পাপিষ্ঠরে সে দেশের টিভি অনেকটা হিরো বইলাই মাইনা নিল। পুরো ছবিটা কেউ দেখেনি, পাবে কৈ? ইউটিউব কি জিনিস, ট্রেলার আর ছবি কি তফাত? সেটা জানার দরকার নাই। ৪ মাস আগে মৃত ফালতু জিনিসটাকে আবর্জনার গর্থ থেকে বের করে আরবি যোগ করে ফোকাসে এনে আবার এর বিরুদ্ধে বিক্ষোব ..! হজরত মোহম্মদ (সঃ) অসম্মান, কারা বেশী করল? শান্তির ধর্ম আমদের ইসলামকে বিশ্ববাসি এখন কি ভাবছে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.