আমাদের কথা খুঁজে নিন

   

সাময়িক সমাধান এডঅন : উবুন্তু ১০.১০ ফায়ারফক্স সামহ্যোয়ার ইন ব্লগকে মোবাইল ভার্শনে নিয়ে যাচ্ছে বিষয়ক

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/

আমরা যারা উবুন্তু ১০.১০ ব্যাবহার করছি, ফায়ারফক্সে সামহ্যোয়ার ইন ব্লগ ব্রাউজ করতে গেলে মূল সাইটে না নিয়ে মোবাইল সাইটে নিয়ে যাচ্ছে। যেটা অন্যান্য সাইটে ঘটছে না। অন্যান্য সব সাইটই ঠিক মতন আসছে। মোজিলা ফোরামে একজন ব্লগার সমস্যাটি পোষ্ট করেছিলেন, সেখানে যা পেলাম তা হলো ইউজার এজেন্ট সুইচার এ্যাডঅন ব্যাবহার করে ব্রাউজারের ইউজার এজেন্ট আই ই ৭ করে দেওয়া। আশা করছি এটা সামুর সমস্যা হয়ে থাকলে ডেভলপাররা দ্রূত সমাধান করে ফেলবেন। ফায়ারফক্স ইউজার এজেন্ট সুইচার এই এ্যাডঅনটি ব্রাউজারে কম্প্যাটিবিলিটি এরর দেখাতে পারে, সেক্ষেত্রে আগে কম্প্যাটিবিলিটি রিপোর্টার এ্যাডঅন ইন্সটল করে নিয়ে ব্রাউজার রিস্টার্ট করুন, এবারে খুব সহজেই ফায়ারফক্স ইউজার এজেন্ট সুইচার ইন্সটল করা যাবে। তারপর সামু খুলবার আগে টুলস > ডিফল্ট ইউজার এজেন্ট > ইন্টারনেট এক্সপ্লোরার ৭ বা ৮ সিলেক্ট করে নিলেই সব ঠিকঠাক আসবে। যে ফোরাম থেকে সমাধান পেলাম। যে ব্লগার এটি ঐ ফোরামে পোষ্ট করেছিলেন তাকে ধন্যবাদ। আমার সাইটেও রাখা হলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।