বৃহস্পতিবার সকালে ফতুল্লার শান্তিধারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুফতি নোমান আহম্মেদ (৪২) উপজেলার ভূঁইগড় জামে মসজিদের ইমাম ও শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পায়ে হেঁটে ভূঁইগড় বাসস্ট্যান্ডে যাওয়ার পথে মুফতি নোমানকে চাপা দেয় মালবাহী একটি ট্রাক।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই হাবিবুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।