একজন ডিপ্লোমাধারী দিনমজুন
কিবরিয়ারাফি বলেছেন: আজকাল তো দেখি পোলাপাইন ডিপ্লোমা কইরাই সিসি এন এ করার জন্য হুমড়ি খাইয়া পড়ে। পাশ কইরা বাইর হয় কয় জন ?
সৎ সাহস থাকেলে জবাব দেন ঃ
১। ডিপ্লোমারা কয়টা বই মোট পড়ে ?
২। কেমনে পড়ায় ?
৩। সাবজেক্ট কি কি পড়ায় ?
৪।
সময় কতটুকু নেয় ?
৫। কত গুলা ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান আছে ?
৬। সব চেয়ে কম সেমিষ্টার ফী কত ?
৭। ল্যাব আছে না নাই ?
এখন কে ২ নাম্বার পথ দিয়া আসে দেখেন
নরমাল শিক্ষা বোর্ড ঃ
১ থেকে এস এস সি + H.S.C + CCNA ধরলাম ১ বছর = ১০+২+ ১ = ১৩ বছর
কারিগরি বোর্ড ঃ
১ থেকে এস এস সি + ডিপ্লোমা + CCNA ধরা ১ বছর = ১০ + ৪ + ১ = ১৫ বছর
পাশ কইরা বাইর হয় না কারণ ঃ
১। ডিপ্লোমা পড়া পোলাপাইনে ঠিকমত পড়ে না।
২। ১০০ ডিপ্লোমা প্রতিষ্ঠানের জন্য বোর্ড একটি তাই ৫০০ জন পরীক্ষা দিলে ১০০ জনের ফলাফলে ভুল থাকেই। নরমাল শিক্ষা বোর্ডে ভুল এর % কত ?
৩। কিছুটা স্যারদের / ম্যাডামদের খামখেয়ালী।
৪।
ডিপ্লোমা সব বই বাংলায় ,একটা জিনিস ইংলিশ এ লেখার চেয়ে বাংলায় লেখা বহুত কঠিন যেমন বাংলা বলেন ঃ Destructors,Overloading,Resistance,Capacitive.
এটা কইতে বহু বড় হইবো বাংলায়।
সবসময় আমি ভাত খাই = I eat rice এর মত চিন্তা করেন ক্যান ? ৩ টা = ৩টা । এ ছাড়া ও দুনিয়াটায় আরও জিনিস আছে।
আপনে জানেন ডিপ্লোমার বই বি এস সির বিভিন্ন বই থেকে কপি-পেষ্ট করা। ২ মাসের ডিপ্লোমা আর ৪ বছরের এর ডিপ্লোমা এক না ।
দুই টা গুলাইয়েনা। হানি আর পানি এক না । আরও প্রমান হল ইংলিশ ব্লগতো বাহু পাইবেন বাঙলা ব্লগ সেই তুলনায় কয়টা এবং তা কম হইলে কম ক্যান ? কিবরিয়ারাফির আপনের মতে কি পাস কর্মের পড়ে ডিপ্লোমারা সিসি এন এ তে আসা উচিৎ? বি এস সি !!! ডিপ্লোমার কেবল নেটওয়াকিং ও কম্পিঊটার সায়েন্স ব্যাকগ্রউন্ড এর পোলাপান CCNA বা অন্য কোর্স করে। কোন দিন দেখছেন কেমিক্যাল ব্যাকগ্রউন্ড এর পোলাপান CCNA বা অন্য কোর্স করে। একটা নেটওয়াকিং ও কম্পিঊটার সায়েন্স ব্যাকগ্রউন্ড এর পোলা ৪ বছর কষ্টের পর CCNA বা অন্য কোর্স পারবো না ক্যান ? সে রকম H.S.C ডাব্বা মারে তাই সব H.S.C পাশ করা পোলাপান খারাপ নাকি ? আমি ভাল ভাব ভুইল্লা যান আর চিন্তার পরিবর্তন করেন।
আরও জানতে পারবেন আমার সামনের ব্লগে ২য় পাঠে এগুলার উত্তর সহ।
সেই সাথে লেখকে নিন্দা জানাই এই কথার জন্য
নিয়াজ মোর্শেদ চৌধুরী
লেখক বলেছেন: " আসলে বিষয়টা হুজুগ হয়ে দাড়িয়েছে। পাশ করে খুব সীমিত সংখ্যক। তবে যারা ভালো ভাবে পাশ করেছেন তারা বেশ সুফল পাচ্ছেন। ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
"
হুজুগ দেখলেন কৈ ? কামটা তো গরু মারা জুতা দান এর মতো হইলো । কেউ কইল শেরাটন খারাপ হেই ডা শুনুয়া আপনে ও কইলেন “ হ হক কথা “। যে এই সম্পর্কে জানে হয় সে মনে করবো আপনে মফিজ না হলে আপনের পকেট এ টাকা নাই। ডিপ্লোমারা মুড়ি মুড়কী না যে ভাসায়া চইলা আইনাই। না জেনে কমেন্ট করা ও সহমত হওয়া ঠিক না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।